প্রত্যাশা মতো মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে সই করেছেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। প্রীতম কোটাল এবং কিছু অর্থের বিনিময়ে সামাদকে কলকাতার ক্লাবে যাওয়ার অনুমতি দিয়েছে কেরালা ব্লাস্টার্স। মোহন বাগান সুপার জায়ান্টে সই করতে পেরে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলের আগামী দিনের সম্ভাব্য তারকা।
সর্বভারতীয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমে খোলাখুলি আলোচনা করেছেন সাহাল আব্দুল সামাদ। এই সই সম্পর্কে তিনি বলেছেন, “কিছু দিন আগেই আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রী একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। মনে হচ্ছে মোহনবাগানে সই করাটা বিয়েতে পাওয়া আমার সেরা উপহার।”
কিন্তু মোহন বাগান সুপার জায়ান্টে কেন সই করলেন তিনি? সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে, ” আমাদের দলে বিশ্বকাপ খেলা দুজন ফুটবলার রয়েছেন, ইউরোপ লীগ খেলেছেন। ভারতের জাতীয় দলে খেলা পাঁচজন ফুটবলার রয়েছেন মোহনবাগান দলে, যারা দেশকে তিনবার খেতাব জয় করতে সাহায্য করেছেন। বাগান গতবার ইন্ডিয়ান সুপার লীগ জিতেছে। ব্যক্তিগত কেরিয়ারে আমি এখনও ইন্ডিয়ান সুপার লীগ জিতিনি। এই খেতাব জিততে চাই। আইএসএল জয় করার লক্ষ্যে এখানে এসেছি। মোহনবাগান আগামী দিনে আরো ভালো দল গঠন করবে বলে আমার বিশ্বাস। এই ক্লাবের হয়তো আমার আইএসএল জয়ের স্বপ্ন পূরণ হবে।”
আগামী মরসুমে AFC প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট। সেই কথা মাথায় রেখে আরও শক্তিশালী দল গড়া হচ্ছে এবার। এশিয়ান টুর্নামেন্টের ব্যাপারে সামাদের বক্তব্য, “মোহনবাগানের পক্ষ থেকে আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল প্রথমেই বলা হয়েছিল যে দেশের সেরা দল হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে চায় সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে এশিয়ার অন্যতম সেরা হওয়ার লক্ষ্য রয়েছে ক্লাবের। সেরা হওয়ার মানসিকতা আমারও রয়েছে। ভারতের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, কিন্তু এখনও AFC খেলা হয়নি। এই সুযোগটাও এবার পেতে চলেছি।”