SAFF Championship: নেপালের বিরুদ্ধে জিতে সাফ কাপে আশা জিইয়ে রাখল ভারত

স্পোর্টস ডেস্ক: নেপালের বিরুদ্ধে সাফ কাপে সুনীল ছেত্রীর করা একমাত্র গোলে টুর্নামেন্টে আশা জিইয়ে রাখলো ভারত। ভারত জিতল ১-০ গোলে। ৮২ মিনিটে ফারুখ থেকে ব্র‍্যান্ডন…

SAFF Championship, India,  Nepal

স্পোর্টস ডেস্ক: নেপালের বিরুদ্ধে সাফ কাপে সুনীল ছেত্রীর করা একমাত্র গোলে টুর্নামেন্টে আশা জিইয়ে রাখলো ভারত। ভারত জিতল ১-০ গোলে। ৮২ মিনিটে ফারুখ থেকে ব্র‍্যান্ডন হয়ে সুনীল ছেত্রীকে বক্সে লক্ষ্য করে বল বাড়িয়ে দেয়। ওই পাস থেকেই ভারত অধিনায়ক গোল করেন।

আর নেপালের বিরুদ্ধে করা গোলের সুবাদে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ফুটবল সম্রাট পেলেকে ছুঁয়ে ফেললেন।১২২ আন্তজার্তিক ম্যাচে সুনীলের গোল ছিল ৭৬, আর ব্রাজিলিয়ন কিংবদন্তী ফুটবলার পেলের গোল সংখ্যা ৭৭।

   

সুনীল ছেত্রী ভারত অধিনায়ক এদিন নেপালের বিরুদ্ধে গোল করে ফুটবল সম্রাটের গোল সংখ্যা স্পর্শ করলেন। সঙ্গে সাফ কাপে ভারত বুদবুদ করে অক্সিজেন পেতে থাকলো। ভারতের পরের ম্যাচ মালদ্বীপের বিরুদ্ধে, ১৩ অক্টোবর, রাত ৯.৩০ মিনিটে।