কাজে এল না পিভি বিষ্ণুর গোল। পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল টুর্নামেন্টেে (ISL 2024) কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি হয়েছিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে দক্ষিণের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হল ময়দানের এই প্রধান। যারফলে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে আসলো লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে আইএসএলের প্রথম জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। যারফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে আসলো মিকেল স্ট্যাহরের ছেলেরা।
এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল রাহুল কেপিদের। তাঁদের আটকাতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছিল লাল-হলুদ ডিফেন্ডারদের। আনোয়ার আলি হোক কিংবা হেক্টর ইউৎসে। প্রতিপক্ষের ফুটবলারদের আটকাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হয়েছে সকলকেই। মাঝে একবার লাল-হলুদের বক্সে ঢুকে দূরপাল্লার শট নিয়েছিলেন জেসুস জেমিনেজ। কিন্তু অল্পের জন্য পোস্ট লাগে সেই বল। তারপর ও ঘনঘন আক্রমণ শানিয়ে ছিলেন ভিবিনরা। কিন্তু গোলের দেখা মেলেনি।
যারফলে গোলশূন্য ফলাফলে শেষ হয় প্রথমার্ধের ম্যাচ। দ্বিতীয়ার্ধ থেকে ক্রমশ চাপ বাড়াতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল। তারপর নাওরেম মহেশ সিংকে বসিয়ে পিভি বিষ্ণুকে মাঠে নামান কার্লেস কুয়াদ্রাত। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় তাঁর পা থেকেই আসে প্রথম গোল। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠেন দিমিত্রিওস ডায়মান্তাকস। তারপর সুযোগ বুঝেই বল এগিয়ে দেন বিষ্ণুর দিকে। সঠিকভাবে সেটিকে গোলে ঠেলে দিতে ভুল করেননি বিষ্ণু। যারফলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
That’s a wrap at Kaloor! 3⃣ points secured with a brilliant late winner from Peprah! #KBFCEBFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/CjtnVvMqqJ
— Kerala Blasters FC (@KeralaBlasters) September 22, 2024
কিন্তু সেই আনন্দ মাটি করতে খুব একটা সময় লাগেনি কেরালার। ৬৩ মিনিটের মাথায় উইং থেকে বল নিয়ে লাল-হলুদের রক্ষণভাগে ঢুকে পড়েন নোয়া সাদাউ। তারপর গোলরক্ষককে কার্যত বোকা বানিয়ে গোল করে যান এই তারকা ফুটবলার। যারফলে ম্যাচে ফিরে আসে দল। তারপর থেকে একাধিকবার আক্রমণে উঠে ও কাজের কাজ করতে পারেনি ইস্টবেঙ্গল। বরং দ্বিতীয়ার্ধের শেষের দিকে মাঠে নেমে গোল করে যান কোয়ামি পেপরা। তারপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। তাই শেষ পর্যন্ত ম্যাচ হারার দুরন্ত ফর্মেই থেকে যায় লাল-হলুদ ব্রিগেড।