Sad News: প্রয়াত ভারতীয় ফুটবল ক্লাবের মালিক

ভারতীয় ফুটবল জগতের জন্য একটি মর্মান্তিক খবর (Sad News)। বিশিষ্ট ব্যবসায়ী এবং রিয়াল কাশ্মীর এফসির মালিক সন্দীপ চট্টু প্রয়াত হয়েছেন। জানা গিয়েছে, রবিবার দিল্লিতে হৃদরোগে…

Sandeep Chattoo

ভারতীয় ফুটবল জগতের জন্য একটি মর্মান্তিক খবর (Sad News)। বিশিষ্ট ব্যবসায়ী এবং রিয়াল কাশ্মীর এফসির মালিক সন্দীপ চট্টু প্রয়াত হয়েছেন। জানা গিয়েছে, রবিবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই মারা যান সন্দীপ চট্টু। তাঁর দেহাবশেষ আজ জম্মুতে পৌঁছানোর কথা রয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, বিকেলে বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে দ্রুত গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“সন্দীপ স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখনও আর কোনও তথ্য দেওয়া হয়নি। কাশ্মীর থেকে ক্লাবের কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। পুরো ক্লাবই হতবাক,” স্থানীয় প্রকাশনা কাশ্মীর স্পোর্টস ওয়াচকে ক্লাবের সঙ্গে যুক্ত এক ফুটবলার জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর জুড়ে ফুটবলকে পুনরুজ্জীবিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চট্টু ব্যাপকভাবে স্বীকৃত। ‘স্নো লেপার্ডস’ নামে পরিচিত রিয়াল কাশ্মীর ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা ২০১৬ সালে এবং এর কৃতিত্ব তাঁকেই দেওয়া হয়।

আরকেএফসি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষত ২০১৮ সালে দ্বিতীয় বিভাগ আই-লিগ জিতেছে। ২০২০ সালের ডিসেম্বরে, ক্লাবটি আইএফএ শিল্ডের ১২৩ তম সংস্করণে জয় নিশ্চিত করে। ফুটবলের উন্নতিতে তাঁর অগ্রণী অবদানের কথা মাথায় রেখে চাট্টুর অকাল প্রয়াণ ক্লাব এবং সমগ্র অঞ্চলের জন্য অপূরণীয় ক্ষতি।

জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ” তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র ফুটবল ভ্রাতৃত্বের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”