Sunday, December 7, 2025
HomeBharatRam Temple: যেতে পারেন সচিন-বিরাট, অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত আর কোন ক্রিকেট তারকারা...

Ram Temple: যেতে পারেন সচিন-বিরাট, অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত আর কোন ক্রিকেট তারকারা জেনে নিন

- Advertisement -

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Temple) অভিষেক অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। দেশের অনেক বড় বড় ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ক্রিকেট বিশ্বের অনেক বড় বড় তারকাও এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।

ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, ভারতের তিনবারের আইসিসি ট্রফি বিজয়ী মহেন্দ্র সিং ধোনি এবং ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কে যাবেন অযোধ্যায়? বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

   

অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে, সচিন ও কোহলি অযোধ্যায় যেতে পারেন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠেয় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি চলচ্চিত্র ব্যক্তিত্ব ও খ্যাতনামা ব্যবসায়ীরা এতে রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুরু হচ্ছে রাম মন্দিরপ্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এই জমকালো অনুষ্ঠানের জন্য পুরো শহরকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৫০ টি দেশ থেকে রাম ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ২১ ও ২২ জানুয়ারি ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকবে। পবিত্র হওয়ার পর ২৩ জানুয়ারি রামলালার দর্শনের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular