Republic Day: প্রজাতন্ত্র দিবসে ছয়রকমভাবে হামলার ছক! বিশেষ অপারেশন চালু করল BSF

২৬ জানুয়ারি ভারত-পাকিস্তান সীমান্তে ছয় রকমভাবে হামলা চালাতে পারে পাকিস্তান। তাই প্রজাতন্ত্র দিবসকে (Republic Day) সামনে রেখে ভারত-পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সার্ড হাওয়া’ নামে ১৫ দিনের…

BSF

২৬ জানুয়ারি ভারত-পাকিস্তান সীমান্তে ছয় রকমভাবে হামলা চালাতে পারে পাকিস্তান। তাই প্রজাতন্ত্র দিবসকে (Republic Day) সামনে রেখে ভারত-পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সার্ড হাওয়া’ নামে ১৫ দিনের বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট সীমান্তে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সীমান্তে প্রায় ১০ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়। তবে এই বছরের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের কারণে তা ১৫ দিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রের খবর, ২৬ জানুয়ারির অনুষ্ঠানে হামলার ছক কষছে পাক জঙ্গিরা। পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক চিনা অস্ত্র। এমনকি খলিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। গোয়েন্দাদের এই রিপোর্ট পেয়েই তৎপর হয়েছে বিএসএফ (BSF)। পাক সীমান্তবর্তী চার রাজ্য পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও কাশ্মীর সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এই হুমকির পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান সীমান্তের আট্টারি সীমান্ত, কর্তারপুর করিডোর এবং হুসেইনিওয়ালা সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফ জম্মু ও পাঞ্জাবের নদী এলাকায় নজরদারি বাড়িয়েছে, যা জঙ্গিদের অনুপ্রবেশের পথ হিসাবে কাজ করতে পারে। যে কোনও নিরাপত্তা লঙ্ঘন বা জঙ্গি হামলা প্রতিহত করতে ইলেকট্রনিক নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে, ২৬ জানুয়ারির আগে লস্কর-ই-তৈবা জঙ্গিরা গুজরাট হয়ে অনুপ্রবেশ করতে পারে। এ কারণে বিএসএফ সব ধরনের যানবাহনে (এটিভি) টহল বাড়িয়েছে।সেক্টর ও ব্যাটালিয়ন সদর দফতরে কর্মরত বিএসএফ কর্মী ও আধিকারিকদের ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছে।