২২ জানুয়ারী ২০২৪ ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষা ও বিতর্কের পর ওইদিন নবনির্মিতি রাম মন্দিরে (Ayodhya Ram Temple) রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে৷ ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রাম জন্মভূমির পক্ষে রায় দেওয়ার পরে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এখন মন্দিরটি প্রায় প্রস্তুত, যা জানুয়ারিতে রাম লালার মূর্তি স্থাপনের পরে সারা বিশ্বের রাম ভক্তদের জন্য উন্মুক্ত হবে। ২২ জানুয়ারির এই ঐতিহাসিক দিনটিকে আরও বিশেষ করে তুলতে ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার ও বিরাট কোহলি সহ সারা দেশ থেকে অনেক সেলিব্রিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দিরে পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। মন্দিরের গভর্নিং বডি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র সারা দেশ থেকে প্রায় ৮,০০০ বিশিষ্ট ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেবল বড় বড় নেতা বা ধর্মীয় নেতা-কর্মীই নন, অনেক বড় শিল্পপতি, বিনোদন শিল্পের তারকা এবং কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারদের নামও রয়েছে। সচিন ও বিরাট ছাড়াও বলিউড তারকা অমিতাভ বচ্চন, দেশের বড় শিল্পপতি রতন টাটা, মুকেশ আম্বানি এবং গৌতম আদানিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে কতজন এই কর্মসূচির অংশ হবেন, তা কেবল সে’দিনই জানা যাবে।
এ ছাড়া ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনে প্রাণ হারানো ৫০ জন সেবকের পরিবারকেও ডাকা হয়েছে। বেশ কয়েকজন সাংবাদিক, প্রাক্তন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, আইনজীবী এবং পদ্ম পুরষ্কারপ্রাপ্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিরাট কোহলির অন্তর্ভুক্তির বিষয়টি সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজও জানুয়ারির শেষের দিকে হওয়ার কথা। এই সিরিজের জন্য ইংল্যান্ড দল ভারতে থাকবে এবং টিম ইন্ডিয়াও এই সিরিজের জন্য প্রস্তুতি নেবে। আগামী ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এমন পরিস্থিতিতে কোহলি এই প্রোগ্রামের অংশ হবেন কি না, তা নিয়ে কৌতূহল থাকবে সবার।