ঝুলন গোস্বামীর রুপকথার ইনিংসকে স্যালুট সচিন-সৌরভের

দীর্ঘ ২১ বছরের ক্রিকেট কেরিয়ারে দাড়ি পড়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের জোরে বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)।ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে, যা সিরিজের শেষ…

Jhulan Goswami epic innings

দীর্ঘ ২১ বছরের ক্রিকেট কেরিয়ারে দাড়ি পড়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের জোরে বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)।ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে, যা সিরিজের শেষ ওডিআই ম্যাচ লর্ডসের বাইশ গজে ফের রেকর্ড গড়ে আন্তজার্তিক ক্রিকেট দুনিয়াকে ‘অলবিদা’ জানানোর হিম্মত কজনের আছে। ৩৯ বছরের ভারতীয় পেসার ঝুলন গোস্বামীকে কুর্নিশ জানাতে ভোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

অবসর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝুলনের গড়া রেকর্ডকে BCCI Woman টুইটার হ্যান্ডেলে টুইট পোস্ট করে জানানো হয়েছে,
মাইলস্টোন আনলক
কিংবদন্তি @JhulanG10 নারীদের ওয়ানডেতে প্লাস ডেলিভারি করা প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন৷
#টিমইন্ডিয়া | #ENGvIND “

আবেগঘন অবসর মুহুর্তে ক্রিকেটার ঝুলন গোস্বামীর সোনালি ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট পোস্ট দিল ছুঁয়ে দেয়।ওই টুইট পোস্টে লেখা,”একটি দুর্দান্ত কেরিয়ার .. উপযুক্ত যে এটা একটি বিজয়ী নোটে শেষ হয়েছে ..এবং তিনি পৃথকভাবে একটি ভাল সিরিজ দিয়ে চলে গেলেন ..আগামী কয়েক দশক ধরে মহিলা খেলোয়াড়দের জন্য রোল মডেল হয়ে থাকবেন @JhulanG10 @BCCI “

শুধু তাইই নয়, BCCI আন্তজার্তিক মহিলা ক্রিকেট দুনিয়াতে ভারতের হয়ে ক্রিকেটার ঝুলন গোস্বামীর কেরিয়ারকে স্যালুট জানিয়ে আরেকটা টুইট পোস্ট এই মুহুর্তে ভাইরাল সোশাল মিডিয়াতে, রা হল,’প্রচুর রেকর্ড
গর্ব করার মতো একটি উত্তরাধিকার
ধন্যবাদ @JhulanG10
#TeamIndia ‘ নিজের অবসর ম্যাচে ঝুলন ১০ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচ করে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩ ওভার মেডেন দিয়েছেন।

চাকদহ এক্সপ্রেসের এমন পারফরম্যান্সের ক্রিকেট কেরিয়ারের বিদায়বেলাতে এসে এককথায় অকল্পনীয়। লর্ডসে তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ এবং ভারতীয় জোরে বোলার ঝুলন গোস্বামীর অবসর ম্যাচের ঠিক আগে লর্ডসের মাঠে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল গ্রুপ ফটো সেশনে ছবি তোলে এবং BCCI Woman টুইটার হ্যান্ডেলে ওই মুহুর্তগুলো টুইট পোস্ট করা হয়।ওই টুইট পোস্ট ট্যাগ করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।সচিন ওই টুইট ট্যাগ করে ক্যাপসনে লিখেছেন,”ভারতীয় ক্রিকেটের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

একটি চমৎকার কেরিয়ার @JhulanG10র জন্য অনেক অভিনন্দন।’ এককথায়, ক্রিকেটার ঝুলন গোস্বামী অন ফিল্ড ভারতীয় মহিলা ক্রিকেট যে উচ্চতায় নিয়ে গিয়েছেন আন্তজার্তিক ক্রিকেট পরিসরে তা সত্যি রুপকথার চেয়ে কম নয় বৈকি!