প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics) ভারতীয় খেলোয়াড়রা রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স করে চলেছেন। গেমসের সপ্তম দিনে ভারত পেয়েছে এই সময়ের ২১তম পদক। পুরুষদের শট পুট এফ৪৬ বিভাগে দেশের হয়ে পদক জিতেছেন ভারতের Sachin Sarjerao Khilari। তিনি এশিয়ান রেকর্ড সঙ্গে রৌপ্য পদক জিতেছেন। ১৬.৩২ মিটার দূরে থ্রো করে পদক জিতেছেন তিনি।
ক্রিকেটমহলে বড় চমক, ফের হেড কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়
স্কিনের সামনে স্বর্ণপদক জয়ের সুযোগও ছিল। তবে তিনি মাত্র ০.০৬ মিটার ব্যবধানে সেই সুযোগ তিনি হাতছাড়া করেছেন। পুরুষদের শট পুট এফ৪৬ ক্যাটাগরির ফাইনালে সচিনের প্রথম প্রচেষ্টা ১৪.৭২ মিটার, দ্বিতীয় প্রচেষ্টা ১৬.৩২ মিটার, তৃতীয় প্রচেষ্টা ১৬.১৫ মিটার, চতুর্থ প্রচেষ্টা ১৬.৩১ মিটার, পঞ্চম প্রচেষ্টা ১৬.০৩ মিটার এবং ষষ্ঠ প্রচেষ্টা ছিল ১৫.৯৫ মিটারের। ১৬.৩২ মিটারের দ্বিতীয় প্রচেষ্টাটি একটি নতুন এশিয়ান রেকর্ড।
এর আগেও এই রেকর্ড ছিল সচিনের নামে। ২০২৪ সালের মে মাসে জাপানে অনুষ্ঠিত বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন এবং এশিয়ান রেকর্ড স্থাপন করেছিলেন। এদিনের ইভেন্টে ১৬.৩৮ মিটার থ্রো করে সোনা জিতেছেন কানাডার গ্রেগ স্টুয়ার্ট। অর্থাৎ মাত্র ০.০৬ মিটার পিছিয়ে ছিলেন সচিন। একই ইভেন্টে ভারতের মহম্মদ ইয়াসির অষ্টম ও রোহিত কুমার নবম স্থানে শেষ করেছেন।
বাংলাদেশের বিরুদ্ধে হারের পর আরও চাপে পাকিস্তান! কাটা ঘায়ে নুনের ছিটে
Congratulations to Sachin Khilari for his incredible achievement at the #Paralympics2024! In a remarkable display of strength and determination, he has won a Silver medal in the Men’s Shotput F46 event. India is proud of him. #Cheer4Bharat pic.twitter.com/JNteBI7yeO
— Narendra Modi (@narendramodi) September 4, 2024
৩৪ বছরের সচিন মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার বাসিন্দা। ৩০ বছরে প্রথম ভারতীয় পুরুষ শট পুটার যিনি প্যারালিম্পিকে পদক জিতেছিলেন। জেনে রাখা দরকার যে এফ৪৬ ক্যাটাগরি অ্যাথলিটদের হাতে দুর্বলতা, পেশী দুর্বলতা বা হাত নড়াচড়া করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। প্রতিযোগিতার এই ইভেন্টে অ্যাথলেটরা দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআর-এ সূর্যকুমার? প্রকাশ্যে বড় খবর
নয় বছর বয়সে সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন সচিন। ভেঙে গিয়েছিল তাঁর বাঁ-হাত। প্যারালিম্পিক্সের ইতিহাসে এই প্রথম ভারত একসঙ্গে এতগুলি পদক জিতল। এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ভারত ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ সহ মোট ১৯টি পদক জিতেছিল। এবার এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে ৩টি সোনা, ৭টি রুপো ও ১১টি ব্রোঞ্জ পদক।