এই স্প্যানিশ মিডফিল্ডারের দিকে নজর আইএসএলের দুই ক্লাবের

নিজেদের পরিকল্পনা অনুযায়ী গত সিজন শেষ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। ডুরান্ডের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরাশায়ী হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে…

Ryan Williams

নিজেদের পরিকল্পনা অনুযায়ী গত সিজন শেষ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। ডুরান্ডের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরাশায়ী হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। যেমন ভাবনা ঠিক তেমনি কাজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দান এর অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল সুনীল ব্রিগেড।

সেই সুবাদে খুব সহজেই দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে। পরবর্তীতে ও দেখা গিয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেদের দাপট। যারফলে অনায়াসেই দল চলে গিয়েছিল সেমিফাইনালে। তারপর মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে আসে জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে গিয়েছিল সমস্ত কিছু।তারপর ফাইনালের লড়াইয়ের দিকে মুখিয়ে ছিল সকলে। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মোহনবাগান।

   

আগেরবারের সেই হতাশা ভুলে নতুন সিজনে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর বেঙ্গালুরু। সেজন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের মধ্যে যে বদল আসতে চলেছে সেই ইঙ্গিত মিলে ছিল আগেই। সেইমতো মাস কয়েক আগেই জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে আলবার্তো নগুয়েরার মত ফুটবলারদের বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। যা কিছুটা হলেও হতবাক করেছিল সকল সমর্থকদের। তবে সেই ফুটবলারদের রিলিজ করে দেওয়া হলেও মনে করা হচ্ছিল যে এডগার মেন্ডেজের পাশাপাশি রায়ান উইলিয়ামসের মতো ফুটবলারদের হয়তো রেখে দেবে ম্যানেজমেন্ট।

Advertisements

কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে দিন কয়েক আগেই এডগার মেন্ডেজকে বিদায় জানিয়েছে বেঙ্গালুরু এফসি। মাস খানেক আগে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো হলেও শেষ পর্যন্ত তাঁকে রিলিজ করে দিতে বাধ্য হয় আইএসএল জয়ী এই ফুটবল দল। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর রায়ান উইলিয়ামসকে এবার দলে নিতে যথেষ্ট আগ্ৰহী দেশের দুই ফুটবল ক্লাব। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং জামশেদপুর এফসির নাম। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।