মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য সময়টা মন্দ নয়। দারুণ স্কোয়াড, দুরান্ড কাপ জয়, AFC প্রতিযোগিতার শুরুটাও হয়েছে দারুণ ভাবে। ক্লাবকে কেন্দ্র করে যখন ফিল গুড পরিবেশ, তখন সবুজ মেরুন সমর্থকদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করলেন রূপম ইসলাম।
“জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা…”, মোহনবাগান ক্লাবকে নিয়ে গাওয়া কালজয়ী একটি গান। প্রতিপক্ষ দলের সমর্থকরাও বলতে বাধ্য হবেন যে “নাহ্ গানটা ভালো”। এছাড়াও মোহনবাগানকে ভালোবেসে কিংবা উৎসর্গ করে আরও অনেক গান রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রূপম ইসলামের গাওয়া একটি নতুন গান। খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে মোহনবাগানকে নিয়ে লেখা এবং গাওয়া সেই গান, রুপন স্বয়ং এমনটা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় মোহন জনতার মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে রূপম বলেছেন, “আশা করি তোমাদের সবার এই গানটা খুব ভালো লাগবে। তাড়াতাড়ি আসছে।”
🚨🚨Mohun Bagan's new theme song is coming soon. Confirmed by Rupam Islam himself. ✅ #IndianFootball #MohunBagan #JoyMohunBagan #isl10 pic.twitter.com/2wlKEWv4XH
— Mohun Bagan & Indian Football (@MBnINDIA) September 21, 2023
আগামী কাল ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এবারেই প্রথম ISL খেলবে পাঞ্জাবের এই দলটি। বাগানের পরের ম্যাচ ২৭ তারিখে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। পাঞ্জাব এফসির ফেভারিট দল হিসেবেই শুরু করবে মোহন বাগান সুপার জায়ান্ট।