আইপিএল এর ইতিহাসে ভারতের অন্যতম সেরা অধিনায়ক তিনি। তাঁরই অধিনায়কত্বে ৫টি ট্রফি জিতেছে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। বেশ কিছু মাস হল তার অধিনায়কত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে দেশ। তবে মুম্বাইকে পঞ্চমবার ট্রফি জেতানো এই সুপারস্টারকে গতবছর আইপিএলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল রিলায়েন্স ফ্র্যাঞ্চাইজি।
এছাড়াও গুঞ্জন শোনা গিয়েছিল রোহিত শর্মা (Rohit Sharma) নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন। তবে মুম্বাই ছাড়ার খবরটি ছিল বেশ পুরোনো। নতুন খবর হল, তিনি আসতে চলেছেন পাঞ্জাব কিংসে (Punjab Kings)। তাও আবার অধিনায়ক হিসেবে।
বেশ কিছুদিন হলো, পাঞ্জাবের বিগত মরশুমের অধিনায়ক শিখর ধাওয়ান সব রকম ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেলেছেন। আর সেজন্যই এবছরই শিখরের সাবেক সঙ্গী রোহিতের দিকে হাত বাড়াতে চলেছে পাঞ্জাব কিংস।রোহিতকে দলে পেতে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী। তবে প্রীতি জিন্টার দলের জন্য সেরা পছন্দ হতে পারেন ভারতের হিটম্যান।
বর্তমানে দলটিতে কোন আইকনিক ক্রিকেটার নেই, পুরো দলটাই তরুণ ক্রিকেটারে ভরা। তাই তাঁকে স্কোয়াডে নিতে পারলে বেশ লাভবানই হবে তারুণ্যে ভরপুর এই দলটি। এছাড়াও রোহিতেকে(Rohit Sharma) দলে নিলে তাঁর বিশাল ভক্তগোষ্ঠী পাঞ্জাবের সমর্থক হয়ে উঠবে, যেটা নি:সন্দেহে দলের স্পন্সরশিপের ওপর প্রভাব রাখবে।
তবে পাঞ্জাবের (Punjab Kings) ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান সঞ্জয় ব্যাঙ্গার (Sanjay Bangar)বলেন,”রোহিতের নাম নিলামের তালিকায় থাকবে কিনা, জানতে হবে। ডেকান চার্জার্সে রোহিত আমার সতীর্থ ছিল। তার পর থেকে টানা মুম্বাইয়ের হয়ে খেলেছে। তা ছাড়া, সাধারণ ভাবেও রোহিত মুম্বাইয়ের ক্রিকেটার। মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করবে।”