Roy Krishna: মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে টার্গেট সেট করলেন কৃষ্ণা

কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরসুমের প্লে-অফের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি একে অপরের মুখোমুখি হয়েছিল। ইনজুরি টাইমের পর অতিরিক্ত সময়ের খেলায়…

Roy Krishna Sets Target

কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরসুমের প্লে-অফের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা এফসি একে অপরের মুখোমুখি হয়েছিল। ইনজুরি টাইমের পর অতিরিক্ত সময়ের খেলায় কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ওড়িশা এফসি। ওড়িশা এফসির জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ম্যাচ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত পেশ করেছেন তিনি।

ওড়িশার হয়ে গোল করেন ইসাক ভানলালরুথফেলা ও দিয়েগো মরিসিও। কেরালা ব্লাস্টার্সের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন ফেদর সার্নিক। নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমে কোনো দলই জয়সূচক গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিট চলে। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে জয়সূচক গোলটি করে ওড়িশা। রয় কৃষ্ণার অ্যাসিস্ট থেকে ইসাক ভানলালরুথফেলার শট ওড়িশাকে জয় এনে দেয়। অতিরিক্ত সময় শেষ না হওয়া পর্যন্ত আর কোনো দলই গোল করতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করেছিল। ২৭তম মিনিটে আহমেদ জাহুর শট ডান দিকে ডিফ্লেক্ট হলেও অফসাইড থাকায় গোল দেওয়া হয়নি। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের পর গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। প্রথম দুই গোল হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের প্রথম গোলটি করেন ফেদর জার্নিচ। ৬৭ মিনিটে কেরালা ব্লাস্টার্সের মহম্মদ আয়মানের অ্যাসিস্টে ফেদর ডান পায়ের শটে ডান বল জালে জড়িয়ে দিয়েছিলেন। ম্যাচের মাত্র কয়েক মিনিট বাকি থাকতে ৮৭ মিনিটে রয় কৃষ্ণার অ্যাসিস্টে ওড়িশার হয়ে সমতা ফেরান দিয়েগো।

দশম আসরে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ওড়িশা। ২০ এপ্রিল এফসি গোয়া তাদের দ্বিতীয় প্লে-অফ ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হবে।

সোশ্যাল মিডিয়ায় রয় কৃষ্ণা বলেছেন, ‘কঠিন লড়াইয়ের জন্য কেরালা ব্লাস্টার্সকে কুর্ণিশ। ওড়িশা এফসির সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ। আমরা নিজেদের প্রমাণ করেছি, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। আমাদের লক্ষ্যের কাছাকাছি যাওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সেমিফাইনালে ওড়িশা এফসি খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। কৃষ্ণা বাগানের প্রাক্তন ফুটবলার।