Roy Krishna : এএফসি কাপে নামার আগে সমর্থকদের বার্তা ‘অনিশ্চিত’ কৃষ্ণার

এএফসি কাপে প্রস্তুতি শুরু করে দিয়েছি এটিকে মোহন বাগান। অনিশ্চয়তা রয়েছে রয় কৃষ্ণাকে (Roy Krishna) নিয়ে। এরই মধ্যে সমর্থকদের বার্তা দিলেন ফিজিয়ান তারকা।

শনিবার রয় কৃষ্ণার ছবি দিয়ে একটি পোস্ট করেছিল বাগান। রবিবার সেটাকে রিটুইট করে বার্তা দিয়েছেন রয়। ক্যাপশনে লিখছেন, ‘ খুব তাড়াতাড়ি দেখা হবে কলকাতা ‘। 

   

 

বাগানের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে খেলা। ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো।

<

p style=”text-align: justify;”>নিয়ম অনুযায়ী এএফসি কাপের ম্যাচে চার বিদেশিকে খেলানো যাবে। যার মধ্যে একজনকে হতে হবে এশিয়ান কোটার। সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস অটোমেটিক চয়েস। অনুশীলনে নেমে পড়েছেন তিরি, হুগো বুমোস। বাকি রয়েছেন রয় কৃষ্ণা, জনি কাউকু, কার্ল ম্যাকহিউ। বিদেশি চয়ন চূড়ান্ত না হওয়া অব্দি অনিশ্চিত রয় কৃষ্ণা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন