আজ চাপের মুখে সেরা ফুটবল খেলতে মরিয়া Roy Krishna

চাপের মুখে রয় কৃষ্ণা (Roy Krishna)। দেশের (Fiji) হয়ে আজ মরণ বাঁচন ম্যাচ। আসন্ন কাতার বিশ্ব কাপের যোগ্যতা (2022 FIFA World Cup Oceania Qualifiers in Qatar) ম্যাচে ফিজির বিরুদ্ধে পাপুয়া নিউগিনি (PNG)। 

গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ফিজি। ৪-০ ব্যবধানে শেষ হয়েছিল ম্যাচ। চার দলের গ্রুপে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে রয় কৃষ্ণার দল। তিনিই দলের অধিনায়ক। তাই তাঁর কাঁধে দায়িত্ব বেশি। 

   

তুলনামূলক শক্তিধর নিউজিল্যান্ডের বিরুদ্ধে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে শুরু করেছিল ফিজি। তাতে লাভের লাভ কিছু হয়নি। বিরতির আগেই গোল হজম করেছিল ফিজি। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক মেজাজে খেলা শুরু করলেও রক্ষণে ছিল বিস্তর গলদ। সেই সুযোগ কাজে লাগিয়েছিল নিউজিল্যান্ড। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে সেই একই ভুল আর করতে চাইছেন না কৃষ্ণারা। 

ফিজির হয়েছে সিনিয়র দলের আগে বয়স ভিত্তিক টিমেও খেলেছেন রয়। ২০০৭ সাল থেকে খেলছেন জাতীয় দলের সিনিয়র টিমে। ৪০ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। করেছেন একুশটি গোল। পাপুয়া নিউগিনির বিরুদ্ধেও তিনি দাগ কাটতে মরিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন