Roy Krishna: রাত পোহালেই কলকাতায় রয় কৃষ্ণ

শনিবার ১৩১ তম ডুরান্ড কাপের নক আউট স্টেজে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে ওডিশা এফসিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে। টাইটেলশিপের দুটি সেমিফাইনাল রয়েছে কলকাতার যুবভারতী…

Roy Krishna

শনিবার ১৩১ তম ডুরান্ড কাপের নক আউট স্টেজে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে ওডিশা এফসিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠেছে। টাইটেলশিপের দুটি সেমিফাইনাল রয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৪ এবং ১৫ সেপ্টেম্বর, ফাইনাল হবে যুবভারতীতে ১৮ সেপ্টেম্বর। আর ডুরান্ডে সেমিফাইনাল ম্যাচ খেলতে সোমবার আসছে রয় কৃষ্ণ (Roy Krishna), সুনীল ছেত্রীর মতো তারকা সমৃদ্ধ বেঙ্গালুরু এফসি।

Advertisements

গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) মরসুমে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ (Roy Krishna) সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে এবং মাঠের বাইরে ঝড় তুলেছিলেন। রয় কৃষ্ণ’কে নিয়ে বাগান জনতার ক্রেজ চোখে পড়ার মতো।

   

চলতি মরসুমে ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ফুটবলার রয় কৃষ্ণ’কে স্কোয়াডে রাখার কোন তাগিদই অনুভব করেনি। টিম ম্যানেজমেন্টের রিলিজ অর্ডার হাতে পেয়েই একদা সবুজ মেরুন ব্রিগেডের গোলমেশিন রয় কৃষ্ণ সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসিতে নাম লেখান।

২০২২-২৩ ফুটবল মরসুমে চলতি ডুরান্ড কাপ এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হুয়ান ফেরান্দোর মোহনবাগান হারে হারে টের পেয়ে যায় দলে ‘স্কোরিং পাওয়ারে’ অর্থাৎ গোল করার লোকের অভাব রয়েছে। এই অভাবের কারণেই ভরাডুবি হয়েছে পালতোলা নৌকোর। বাগান জনতা রয় কৃষ্ণকে ভুলতে পারছে না,তাই সমর্থকদের একাংশের দাবী ফিজিয়ান গোলমেশিনকে ফিরিয়ে আনার।

কাকতালীয় ভাবে মিলে গিয়েছে বাগান জনতার আবদার। আগামীকাল অর্থাৎ সোমবার ১১ সেপ্টেম্বর ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ খেলতে ফের একবার কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন একদা ATK মোহনবাগানের গোলমেশিন রয় কৃষ্ণ।