ক্লাব ফুটবলে নতুন মরসুম শুরু হওয়ার আগে ভালো ফর্মে রয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। পরপর ম্যাচে গোল করলেন তিনি। OFC Men’s Nations Cup-এর দুই ম্যাচে ৩ গোল হয়ে গেল তাঁর। সামওয়ার বিরুদ্ধে ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে ফিজি। এই ম্যাচে কৃষ্ণা করেছেন দুটি গোল। গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন অবদান। ৯-১ গোলে ফিজি পরাজিত করেছে সামওয়াকে। ফিজির পরের ম্যাচ তাহিতির বিরুদ্ধে।
এখন নিজের দেশ ফিজির হয়ে খেলছেন রয় কৃষ্ণা। OFC Men’s Nations Cup-এ অংশ নিয়েছে ফিজি। টুর্নামেন্টের গ্ৰুপ বি-তে রয়েছে ফিজি। গ্ৰুপ পর্যায়ের প্রথম ম্যাচেই তারা পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল ৫-১ গোলে। একটি গোল করেছেন রয় কৃষ্ণা। আরো দুটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছিলেন তিনি। ফিজির বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনি। ধারেভারে সব দিক থেকে এগিয়ে ছিল রয় কৃষ্ণার দেশ।
The Digicel Fiji Bula Boys dominated Samoa with a 9-1 victory in their second match of the OFC Men’s Nations Cup at the HFC Bank Stadium in Suva.
Thomas Dunn
Roy Krishna (2 goals)
Setareki Hughes (2 goals)
Nabil Begg
Filipe Baravilala
Etonia Dogalau (2 goals) pic.twitter.com/FvuHSYGA2a— Fiji Football Association (@FijiFootball_) June 19, 2024
২০২৩-২৪ মরসুমে ওডিশা এফসির হয়ে খেলেছিলেন রয়। ইন্ডিয়ান সুপার লিগে সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় ঢুকে পড়েছিলেন তিনি। ফুটবল মহলের একাংশ মনে করছিল, রয় কৃষ্ণাকে হয়তো বিদায় জানাবে ওডিশা এফসি।
ওডিশা এফসি রয় কৃষ্ণাকে এখনই হয়তো বিদায় জানাচ্ছে না। কৃষ্ণার সঙ্গে ইতিমধ্যে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাব। ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর তিনি বলেছিলেন, ‘ওড়িশায় আরও এক বছর থাকতে পেরে আমি খুবই আনন্দিত। অসাধারণ একটি মরসুম কাটিয়েছি এবং পরের মরসুমের জন্য অপেক্ষা করতে পারছি না। মাঠে এবং মাঠের বাইরে আমাদের ভক্তদের কাছ থেকে যে শক্তি এবং সমর্থন পাই তা অতুলনীয় এবং খেলাটির প্রতি আমার আবেগকে বাড়িয়ে তোলে।’ ফিজির পরের ম্যাচ সামোয়ার বিরুদ্ধে।