রয় কৃষ্ণাকে (Roy Krishna) নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা হল বড় দাবি। পুরোনো ক্লাবেই থেকে যেতে পারেন ফিজির তারকা ফুটবলার। দল বদলের সম্ভাবনা দূর করে ওডিশা এফসিতেই থেকে যেতে পারেন রয় কৃষ্ণা।
রয় কৃষ্ণা আগামী মরসুমে ভারতীয় কোনো ক্লাবের হয়ে আদৌ খেলবেন কি না সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। কৃষ্ণা নিজে জানিয়েছিলেন তিনি ভারতে আরও ফুটবল খেলতে চান। তাঁকে নিয়ে দল বদলের জল্পনা তখন তুঙ্গে। এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না তিনি কোন ক্লাবের হয়ে খেলতে পারেন।
Mohun Bagan: এক ম্যাচে ৭ গোল করা ফুটবলারকে দলে নিল মোহনবাগান!
সোশ্যাল মিডিয়ায় রয়কে নিয়ে দাবি করা হচ্ছে, আরও একটা মরসুমের জন্য ওডিশা এফসিতে থেকে যেতে পারেন তিনি। দল বদল করার সম্ভাবনা থাকলেও তিনি পুরোনো ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
এটিকের হাত ধরে ভারতীয় ফুটবলে প্রবেশ করেছিলেন রয় কৃষ্ণা। লাল সাদা জার্সিতে গোলের বন্যা বইয়ে দেওয়ার পর দিয়েছিলেন সুপার লিগের অন্য ক্লাবে। খেলেছেন বেঙ্গালুরু এফসি, ওডিশা এফসির হয়ে। কৃষ্ণা নিজেও কলকাতার কথা ভোলেননি। এমনটাও প্রশ্ন উঠেছিল, কৃষ্ণা কলকাতার কোনও ক্লাবে ফিরবেন কি না। কিন্তু দাবি যদি সত্যি হয়, তাহলে তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনা আপাতত থাকছে না।
Roy Krishna is all set to sign a one-year contract extension at Odisha FC, we can confirm! ✍️
Despite talks of him leaving the club, Roy has decided to stay with the Juggernauts 👏🏻🟣
15 Goals ⚽️ + 🅰️ 6 Assists in 2023/24 season 💥 pic.twitter.com/wbmWFW5RZl
— 90ndstoppage (@90ndstoppage) May 28, 2024
Debjit Majumder: নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে মুখ খুললেন দেবজিৎ
এক সাক্ষাৎকারে ভারতে কাটানো সময় সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন রয় কৃষ্ণা। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে তাঁর নাড়ির টান ছিলই। তাই সে সময় এটিকে’র প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারেননি। রয় কৃষ্ণার পূর্ব-পুরুষরা ভারত ছেড়েছিলেন ব্রিটিশ রাজত্বের সময়। তিনি জানিয়েছিলেন, “আমি অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছি এমন জল্পনা চলছে। কিন্তু আমি এখনও এখানে (ভারতে) খেলতে চাই। কারণ, ভারতীয় ফুটবলকে দেওয়ার মতো রসদ আমার মধ্যে রয়েছে বলে মনে করি।”