Sunday, December 7, 2025
HomeSports NewsRoy Krishna : ভারতের এই ক্লাবে রয় কৃষ্ণার খেলার সম্ভাবনা প্রবল

Roy Krishna : ভারতের এই ক্লাবে রয় কৃষ্ণার খেলার সম্ভাবনা প্রবল

- Advertisement -

রয় কৃষ্ণা (Roy Krishna) জল্পনায় গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। ফিজিয়ান তারকা আগামী মরশুমে কোন ক্লাবে খেলবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে কিছুটা আভাস পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।

এটিকে মোহন বাগানের সঙ্গে রয় কৃষ্ণার সম্পর্ক ছিন্ন হয়েছে। তাঁর ক্লাব ছাড়ার জল্পনা অনেক আগে থেকে চলছিল। ভারতের অন্যান্য দল নজর রেখেছিল রয়ের দিকে। তিনি বাগান ছাড়ার পর ফুটবল প্রেমীদের প্রশ্ন, কৃষ্ণার পরের গন্তব্য কোথায়।

   

ফুটবল মহলে কানাঘুষো, বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সঙ্গে রয় কৃষ্ণার কথা অনেক দূর এগিয়েছে। ভারতে থাকলে হয়তো এই ক্লাবে তাঁকে খেলতে দেখা যাবে। যদিও সেটা এখনও চূড়ান্ত নয়। কারণ রয়ের ব্যক্তিগত কিছু ব্যাপারও থাকতে পারে।

রয় কৃষ্ণা কোন ক্লাবে খেলবেন সে ব্যাপারে তাঁর স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বাড়ির কথা বিচার করে তবে হয়তো কোনো ক্লাবে সই করবেন তারকা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular