Roy Krishna: বেঙ্গালুরুর জার্সিতে গোল করেই চলেছেন কৃষ্ণা

Roy Krishna

জার্সি বদল করেছেন। অভ্যাস একই রকম। বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে ফের গোল করলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। এই নিয়ে পরপর দুই ম্যাচে তিনি গোল করলেন।

Advertisements

মঙ্গলবার ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে বেঙ্গালুরু ফুটবল ক্লাবের ম্যাচ ছিল। খাতায় কলমে বেঙ্গালুরু অনেকটাই এগিয়ে। মাঠেও তার প্রতিফলন। ম্যাচ হল কার্যত একপেশে। ৯ মিনিটের মাথায় গোল করেন রয় কৃষ্ণা। ডুরান্ড কাপের গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধেও গোল করেছিলেন কৃষ্ণা।

রয় কৃষ্ণার পাশাপাশি সুনীল ছেত্রী গোল করেছেন। সুনীল এবং রয়, দু’জনেই গত ম্যাচ থেকে গোলের মধ্যে রয়েছেন। দুই তারকার গোলে বিরতির আগে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। বাকি গোল দুটো বিরতির পর।

ফইজল গোল করেছেন ৬৮ মিনিটে। শিবশক্তি গোলদাতাদের তালিকায় ম্যাচ শেষ হওয়ার একটু আগে নাম তুলেছিলেন। এই জয়ের সুবাদে গ্রুপ এ – এর দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। সমসংখ্যক ম্যাচ এবং পয়েন্ট নিয়ে এক নম্বরে মহামেডান স্পোর্টিং ক্লাব।