সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: দেশে ফিরতে এখনই চাইছেন না ফুটবল জাদুকর রোনাল্ডো (Ronaldo)। তাকে ছাড়াই (Portugal) পর্তুগাল দল ফিরে যাচ্ছে কাতার (Qatar WC) থেকে। এদিকে রোনাল্ডো ক্ষোভ বিক্ষোভে আক্রান্ত হবার ভয় পাচ্ছেন বলেই প্রবল চর্চা। তীব্র চাপের মুখে ‘ভীত’ রোনাল্ডো বার্তা দিলেন কাতার থেকে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখলেন, ‘দেশ থেকে মুখ ফিরিয়ে নেব না’।
কেন রোনাল্ডো দেশের প্রসঙ্গ তুলে বার্তা দিলেন তা নিয়েও প্রবল আলোড়িত ফুটবল দুনিয়া। আর কাতার জুড়ে কলরব রোনাল্ডো এরপর কি সোজা সৌদি আরব চলে যাবেন? বিপুল অর্থের বিনিময়ে সৌদি ক্নাব আল নাসরে নাম লিখিয়েছেন তিনি।
রোনাল্ডো লিখেছেন ‘পর্তুগালকে ধন্যবাদ। কাতারকে ধন্যবাদ। স্বপ্নটা বেশ মধুর ছিল যতক্ষণ এটা বেঁচে ছিল। এখন আমি আশা করি পরিবেশ সবকিছু ঠিকঠাক থাকবে এবং সবাই নিজেদের মতো করে শেষ করতে পারবে’।
তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে গতকাল আমাদের যাত্রা শেষ হয়েছে। আমি সবাইকে বলতে চাই, অনেক কিছুই বলা হয়েছে, অনেক কিছুই লেখা হয়েছে, অনেক কিছুই ভাবা হয়েছে আমাকে নিয়ে। কিন্তু পর্তুগাল দলের প্রতি আমার একনিষ্ঠ প্রচেষ্টা এক মুহূর্তের জন্যেও পরিবর্তন হয়নি। আমি সবসময় আমাদের লক্ষ্যের পেছনে ছুটেছি এবং আমি কখনও সতীর্থদের ছেড়ে চলে যাব না, আমার দেশের প্রতি বিমুখ হব না।
কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে আফ্রিকার দেশ ও আরব বিশ্বের অন্তর্ভুক্ত মরক্কোর ঐতিহাসিক জয়ে সেমিফাইনাল খেলা এখন তীব্র আলোচনার বিষয়। এই ম্যাচের পর পর্তুগাল দলের কাতার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে। খেলা শেষে রোনাল্ডো কাঁদতে কাঁদতে বেরিয়ে যান।
পর্তুগাল সমর্থকদের বহুলাংশ ও সাধারণ ক্রীড়ামোদীদের কটাক্ষ, হেরে যাওয়ার পর কান্নায় মুখ ঢেকে চলে যাওয়া এক ধরণের সহানুভূতি আদায়ের চেষ্টা। রোনাল্ডো আসলে দেশের জন্য খেলতে তেমন মনোনিবেশ করেননি। তিনি ক্লাবের খেলা থেকে রোজগারের জন্যই বেশি আগ্রহী। রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ ও ক্ষোভ বাড়ছে ক্রমে।
বিশ্বকাপে গ্রুপ লিগের খেলার মাঝে ক্লাব ফুটবলের কচকচানি নিয়ে মেতেছিলেন রোনাল্ডো। বনিবনা না হওয়ার কারণে রোনাল্ডোকে ছেড়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরের সাথে যোগাযোগ করেন। আল নাসরের হয়ে খেলার জন্য রোনাল্ডো যে অর্থ পাচ্ছেন তার মূল্যমান ধরলে তিনিই বিশ্বের সবথেকে দামি ফুটবলার।
দলীয় কোচের সাথেও ঠাণ্ডা লড়াইয়ে জড়ান রোনাল্ডো। তাকে বাদ দিয়ে পর্তুগাল দল নামানো নিয়েও বিতর্ক চরমে। শেষ ম্যাচে মরক্কোর বিরুদ্ধে কিছুক্ষণের জন্য মাঠে নামানো হয়েছিল রোনাল্ডোকে। তবে তিনি কিছু করতে পারেননি। মরক্কো লিখেছে সোনালি ইতিহাস।
পর্তুগিজ জনতার বিক্ষোভের ভয় পাচ্ছেন রোনাল্ডো? উঠে গেল এই প্রশ্ন। রোনাল্ডো এখন কাতারেই থাকছেন। তার দল ফিরে যাচ্ছে। কাতারে কেন থেকে গেলেন রোনাল্ডো সেটি স্পষ্ট করেনি পর্তুগাল দল। তবে জানানো হয়েছে, আরও ৯ ফুটবলার ফিরছেন না দেশে।