Ronaldinho Gaucho: রোনাল্ডো-মেসি প্রসঙ্গে ‘বিস্ফোরক’ রোনাল্ডিনহো

Ronaldo and Messi Ronaldinho Gaucho

একটা সময় জাতীয় শিবিরের পাশাপাশি নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। তার ভাসানো বল থেকে একাধিকবার গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সময়ের সাথে সাথে সেই ক্লাবে পরবর্তীতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন মেসি।

Advertisements

বর্তমানে তিনি আমেরিকার ক্লাবে যুক্ত হলেও কলকাতার বুকে রোনাল্ডিনহোর আসার পর থেকেই নতুন করে জল্পনা দেখা দিয়েছে রোনাল্ডো-মেসিকে কেন্দ্র করে। বর্তমানে বয়সের পরিপ্রেক্ষিতে দুই মহাতারকার পরবর্তী বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই কম থাকলেও এবার সেই নিয়ে নিজের মত দিলেন রোনাল্ডিনহো।

এই ব্রাজিলিয়ান তারকার কথায়,” দুই ফুটবলারের এখানে বয়স কোনো ফ্যাক্টর নয়। তার প্রমাণ মিলেছে একাধিকবার। তাই আমার মতে তারা চাইলে আগামীর বিশ্বকাপ খেলতেই পারে। তবে শরীরের পাশাপাশি ওয়ার্ক লোড নিতে পারাটাও নির্ভর করছে। তাই পরবর্তী বিশ্বকাপ খেলাটা সম্পূর্ণভাবে নির্ভর করছে তাদের উপরে।” পাশাপাশি খেলোয়াড়ের খাদ্যাভ্যাসের দিকেও বিশেষ নজর দেওয়ার কথা শোনা যায় এই ম্যাজিশিয়ানের তরফ থেকে।

Advertisements

তিনি বলেন, একজন প্রফেশনাল ফুটবলারকে যথেষ্ট সংযমী হতে হয়। এক্ষেত্রে প্রত্যেকের প্রোটিনের দিকে বাড়তি নজর দিতে হয়। তাই সবদিক বজায় রাখতে পারলেই সাফল্য আসে। বলা যায়, তার এই কথা শুনে যথেষ্ট অভিভূত শহরের আপামর ফুটবলপ্রেমীরা।