Roland Garros : টুর্নামেন্টের অন্যতম রোমহর্ষক ম্যাচটি হল আজ

এবারের ইতালিয়ান ওপেনের (Roland Garros) অন্যতম রোমহর্ষক ম্যাচ। বুধবার স্তেফানস সিৎসিপাস (Stefanos Tsitsipas) বনাম লোরেঞ্জো মুসেত্তি ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন টেনিস প্রেমীরা। ম্যাচ চলেছে ৩ ঘণ্টা ৩৬ মিনিট।

গ্রিসের সিৎসিপাস ইতালিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। এদিনের ফার্স্ট রাউন্ডে তিনিই ফেভারিট হিসেবে শুরু করেছিলেন। কিন্তু প্রথম দুই সেটের পর কোর্ট ফিলিপ-চ্যাট্রিয়ার জুড়ে খেলে যাচ্ছিল বিস্ময়। সিৎসিপাসের হৃদকম্প বাড়িয়ে দিয়েছিলেন কুড়ি বছরের লোরেঞ্জো । পরপর দুই সেট জিতে নিয়েছিলেন তিনি। তৃতীয় সেট জিততে পারলেই এবারের ইতালিয়ান ওপেনে ঘটে যেত অঘটন।

   

৭-৫, ৬-৪ সেরে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ান স্তেফানস। পরের তিনটি সেট জিতে পরের পর্ব নিশ্চিত করেন তিনি। তিন ঘণ্টা ছত্রিশ মিনিটের ম্যাচ জুড়ে ছিল ব্যাকহ্যান্ড, দারুণ কিছু ড্রপ শট এবং দীর্ঘ র‍্যালি। শেষ পর্যন্ত সিৎসিপাসের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৪, ২-৬, ৩-৬, ২-৬।

ম্যাচ শেষে সিৎসিপাসের চোখে-মুখে অবিশ্বাস, হতাশা মিশ্রিত আবেগ। ‘নিজেকে ভীষণ ছন্দ-ছাড়া মনে হচ্ছিল।’ সাক্ষাৎকারে বলার শব্দ খুঁজে পাচ্ছিলেন না তিনি। বারবার পড়ছিল দীর্ঘশ্বাস, নেতিবাচক ভঙ্গিমায় ঘোরাচ্ছিলেন ঘাড়। ‘সব শেষে আমি খুশি। কঠিন সময়ে লড়ার মতো মানসিকতা দেখাতে পেরেছি।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন