ভারতীয় ক্রিকেটের জগতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে (Rohit Sharma & Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ভারতের ক্রিকেট দল (Indian Cricket Team) অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর স্কোয়াড ঘোষণা করেছেন। তরুণ এবং সিনিয়র ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দলে সবচেয়ে আলোচ্য বিষয় হল ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলের (Shubman Gill) হাতে দায়িত্ব তুলে দেওয়া। যদিও সেই দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি (India Cricket News)।
রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া ভারতীয় ক্রিকেটে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার ওয়ানডে নেতৃত্বে থাকা রোহিতকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ব্যতিক্রমী হলেও, বর্তমান পরিস্থিতিতে এটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। শুভমন গিল, যিনি টেস্ট দলের নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে সাফল্য দেখিয়েছেন, এবার ওয়ানডে দলের দায়িত্বও পেয়েছেন।
ভারতীয় ক্রিকেটের এই ‘নয়া বাদশা’ হিসেবে গিলের ওপর দেশের সমর্থকদের আশা অনেক বেশি। বিশেষ করে ইংল্যান্ডে টেস্ট সিরিজে তার নেতৃত্বে দলের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। গম্ভীর-রোষে রোহিত শর্মা ও বিরাট কোহলির কেরিয়ারের শেষ দিকটা বেশ চ্যালেঞ্জিং। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাদের সম্পর্কও টানাপোড়েনপূর্ণ বলে শোনা গিয়েছিল।
২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা ‘নতুন প্রজন্ম’ তৈরি করার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই প্রেক্ষাপটে গিলকে নেতৃত্ব দিয়ে তাকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতের বড় টুর্নামেন্টে দল আরও শক্তিশালী হয়। রোহিত-বিরাট (Rohit Sharma & Virat Kohli) যুগের অবসান নিশ্চিত বলেই মনে হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে, যেখানে নতুন নেতৃত্বের অধীনে প্রস্তুতি শুরু হবে।
তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক এখনো রয়েছে। অধিনায়কত্ব হারালেও তারা দলে থাকছেন, কিন্তু অস্ট্রেলিয়া সফর শেষ করে তারা নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারেন। যদি তারা এখনই ওয়ানডে থেকে অবসর গ্রহণ করেন, তাহলে বিসিসিআই-সহ সকলের কাছে তা সম্মানজনক বিদায় হিসেবে গণ্য হবে।
বর্তমানে ক্রিকেট দুনিয়ায় রোহিত-বিরাট যুগের অবসান এক গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হচ্ছে। ভারতীয় ক্রিকেটের জন্য শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে। অস্ট্রেলিয়া সফর সেই নতুন যুগের প্রথম পরীক্ষা হতে চলেছে।
🚨 India’s squad for Tour of Australia announced
Shubman Gill named #TeamIndia Captain for ODIs
The #AUSvIND bilateral series comprises three ODIs and five T20Is against Australia in October-November pic.twitter.com/l3I2LA1dBJ
— BCCI (@BCCI) October 4, 2025
Rohit Sharma & Virat Kohli face leadership exit as Shubman Gill named Indian Cricket Team new ODI captain