কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচটি দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শেষ হয়। একটি ওয়ানডে ম্যাচে ১০০ ওভার থাকে, যেখানে এই টেস্ট ম্যাচটি ১০৭ ওভারে শেষ হয়। এটি টেস্ট ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ। নিউল্যান্ডসের পিচ নিয়েও অনেক প্রশ্ন তুলছেন মানুষ। এদিকে এই ম্যাচের পর ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পিচের (Pitch Controversy) কথাও মনে পড়ে রোহিত শর্মার (Rohit Sharma)।
ফাইনাল ম্যাচের পিচ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। আইসিসি এই পিচটিকে গড়ের চেয়ে কম মান বলে ট্যাগ দিয়েছিল। তবে সেই পিচে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড সেঞ্চুরি করে তার দলকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন করে তুলেছিলেন। একই প্রশ্ন তুলেছেন রোহিত শর্মা। তিনি বলেন, যে পিচে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করছেন, সেটা কীভাবে খারাপ হতে পারে।
Rohit Sharma said, "I still can't believe that the World Cup Final was rated below average. A batter scored a century. How can that be a poor pitch then?". pic.twitter.com/oXv0YQhmtG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 4, 2024
রোহিত শর্মা বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বিশ্বকাপ ফাইনালের পিচকে কীভাবে গড়ের নিচে রেট দেওয়া যায়।’ কেপটাউনের পিচ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের পিচে (কেপটাউনের মতো পিচ) খেলতে আমার কোনো সমস্যা নেই। যদি মানুষ ভারতে আসে এবং সেখানকার পিচ নিয়ে মুখ বন্ধ রাখে এবং অভিযোগ না করে।