U-17 Youth League: মহামেডান বধ করার পর কি বললেন বাস্তব রায়? জানুন

এবার জয় দিয়েই নতুন বছর শুরু করল মোহনবাগানের (Coach) ছোটরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অনূর্ধ্ব ১৭ যুবলীগে (U-17 Youth League) ময়দানের আরেক প্রধান মহামেডান…

Mohun Bagan Coach Bastab Roy

এবার জয় দিয়েই নতুন বছর শুরু করল মোহনবাগানের (Coach) ছোটরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ অনূর্ধ্ব ১৭ যুবলীগে (U-17 Youth League) ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সম্পূর্ণ সময় শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে মেরিনার্সরা। মোহনবাগানের জার্সিতে একটি মাত্র গোল পেয়েছেন প্রীতম।

উল্লেখ্য, এই ম্যাচে আরো একাধিকবার গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়ানো আর সম্ভব হয়নি তাদের পক্ষে। যা দেখে কিছুটা হলেও যেন হতাশ সকলে। তবে দিনের শেষে জয় আশায় খুশির আমেজ বাগান শিবিরের অন্দরে। আজকের এই জয় আশা দরুন পয়েন্ট টেবিলের নিরিখে দ্বিতীয় স্থানে থাকল মোহনবাগান। শীর্ষে থাকল তাদের পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল।

সবুজ-মেরুন দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার প্রীতমের করা গোলে প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানে এগিয়েছিল এই প্রধান। তবে দ্বিতীয়ারদের শুরু থেকেই অনবদ্য ছন্দে ফুটবল খেলতে থাকে মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে, বেশ কয়েকবার গোলের সহজ সুযোগও তৈরি করে ফেলেছিল এই প্রধান। কিন্তু বারংবার তা ফিনিশ করতে ব্যর্থ থাকে মোহামেডান দলের ফুটবলাররা। কয়েকবার বল ফিরে ও আসে গোলপোষ্টে লেগে। না হলে অনায়াসী সমতায় ফিরে যেতে পারতো সাদাকালো ব্রিগেড। অপরদিক থেকে আক্রমণ-প্রতি আক্রমণ উঠে আসতে থাকে মোহনবাগান দলের ফুটবলাররা। তাদের হাতেও আস্তে থাকে একাধিক সুযোগ কিন্তু কোনটাই আর কাজে লাগানো সম্ভব হয়নি। না হলে আজ আরো বড় ব্যবধানে ম্যাচ জিততে পারতো পালতোলা নৌকা। তবে আজকের এই ম্যাচে জয় আশায় যথেষ্ট খুশি বাগানের জুনিয়র দলের কোচ বাস্তব রায়।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জয় সবসময়ই দলের জন্য মঙ্গলজনক। তবে এই ফুটবলারদের নিয়ে এখনই কোন কিছু বলার সময় আসেনি। বর্তমানে এই গ্রুপ কোয়ালিফাই করাই আমাদের অন্যতম লক্ষ্য। সেই সাথে দেশের যুব দলের পাশাপাশি রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে মোহনবাগান দলের জন্য ফুটবলার সুনিশ্চিত করা। এছাড়াও স্পোর্টস ওডিশার বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে এখন আমাদের ভাবতে হবে।