বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা যখন ভারতের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে দেশে ফেরেন, তখন গোটা দেশ তাঁকে স্বাগত জানিয়েছিল। প্রথমে দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়, পরে মুম্বইয়ের মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভারতীয় দলের বিজয় প্যারেডের বহু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মধ্যে একটি ভিডিও হিটম্যানের মা পূর্ণিমারও (Rohit Sharma Mother Purnima Sharma) রয়েছে। তিনি তাঁর ছেলে রোহিতকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছিলেন।
Suryakumar Yadav: ‘ক্যা বাত’, আবারও মন জয় করার মতো কাজ করলেন সূর্যকুমার
বৃহস্পতিবার ধুমধামের সঙ্গে পালিত হল ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই বিজয় কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। এছাড়া ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মাঝপথে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘদিন পর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। এসময় তাঁর মা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। রোহিত শর্মা যখন মায়ের সাথে দেখা করেছিলেন, তখন এটি তার জন্য খুব আবেগময় মুহূর্ত ছিল। ছেলেকে দেখে মা জড়িয়ে ধরেন।
Such a sweet moment between Rohit Sharma and his mom 🥹❤️ pic.twitter.com/u8hXhr3LVL
— Vinesh Prabhu (@vlp1994) July 4, 2024
ছেলের এই সাফল্যে গর্বিত বাবা-মা। অনুষ্ঠানে রোহিতের মা-কে বলতে শোনা গিয়েছে, “ও যে ভালবাসা পাচ্ছে সেটা কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জন্য। আজ আমি সবচেয়ে সুখী মা।’
Suryakumar Yadav: এবার বোঝা গেল দুধে জল ছিল কি না! সামনে এল সূর্যের নেওয়া ক্যাচের নতুন ভিডিও
তিনি আরও বলেছেন, ‘কখনো ভাবিনি এমন দিন দেখতে পাবো। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে ও আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল এবং বলেছিল তার পরে টি-টোয়েন্টি ছেড়ে দিতে চায়। আমি শুধু বলেছি, ‘জেতার চেষ্টা কর’। আজ আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। কিন্তু আমি এখানে এসেছি কারণ এই দিনটি দেখতে চেয়েছিলাম।’