T20 World Cup 2024: রোহিতের অপ্রত্যাশিত আচরণ! কাঁধে হাত রাখলেন বিরাট

T20 World Cup 2024 India vs England Super 8

ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ২০১৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক কোণে চুপচাপ বসে রয়েছেন তিনি। চোখে জল দেখা যায়। 

Advertisements

T20 World Cup 2024: ভারতের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত! গায়ানা থেকে এল বড় আপডেট

   

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন ভারত তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এই জয়ের ফলে ২০২২ সালে এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হারের প্রতিশোধও নিল ভারত। 

টিম ইন্ডিয়ার জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত (৩৯ বল, ছয়টি চার, দুটি ছয়), হাফসেঞ্চুরি এবং তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবের (৪৭ রান) ৭৩ রানের পার্টনারশিপের সুবাদে কঠিন পিচে সাত উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল ভারতীয় দল। এরপর ভারত তাদের স্পিনার অক্ষর (২৩ রানে ৩ উইকেট) ও কুলদীপের (১৯ রানে ৩ উইকেট) দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ১৬.৪ ওভারে ইংল্যান্ডকে ১০৩ রানে অলআউট করে দেয়। 

Advertisements

Dipesh Murmu: কিবু ভিকুনার সামনে অনবদ্য গোল করলেন বলাগড়ের দীপেশ মুর্মু

২.৪ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক জস বাটলার (২৩), হ্যারি ব্রুক (২৫), জোফরা আর্চার (২১) ও লিয়াম লিভিংস্টোন (১১) দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন।