মাথায় হাত কোটি কোটি গ্রাহকের, এবার বাড়ল Airtel-র রিচার্জের খরচ

শুক্রবার সকাল সকাল জোরদার ঝটকা খেলেন Airtel-এর গ্রাহকরা। জিও-র পর এবার রিচার্জের দাম বাড়ালো ভারতী এয়ারটেল। ২৪-এর লোকসভা ভোট মিটতেই টেলিকম কোম্পানিগুলো ট্যারিফ বাড়িয়ে দিল।…

airtels মাথায় হাত কোটি কোটি গ্রাহকের, এবার বাড়ল Airtel-র রিচার্জের খরচ

শুক্রবার সকাল সকাল জোরদার ঝটকা খেলেন Airtel-এর গ্রাহকরা। জিও-র পর এবার রিচার্জের দাম বাড়ালো ভারতী এয়ারটেল। ২৪-এর লোকসভা ভোট মিটতেই টেলিকম কোম্পানিগুলো ট্যারিফ বাড়িয়ে দিল। আগে কানাঘুষো শোনা যাচ্ছিল যে এমনটা হতে পারে। কিন্তু এবার সেই জল্পনাতেই রীতিমতো শিলমোহর পড়ল।

এয়ারটেলের এহেন সিদ্ধান্তে গ্রাহকদের হতবাক করে রেখে দিয়েছে। ভারতী এয়ারটেলও ট্যারিফ প্ল্যানকে ব্যয়বহুল করে তুলেছে। এর আওতায় গ্রাহকদের কাছে মোবাইল রিচার্জের দাম বাড়ানো হয়েছে। ভারতী এয়ারটেলের বর্ধিত হার ৩ জুলাই থেকে কার্যকর হবে। শেয়ার বাজারকে এই তথ্য দিয়েছে ভারতী এয়ারটেল। এর আগে রিচার্জকে ব্যয়বহুল করার কথা ঘোষণা করেছিল রিলায়েন্স জিও।

   

বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই-কে দেওয়া তথ্যে টেলিকম সংস্থা জানিয়েছে যে আনলিমিটেড ভয়েস কল প্ল্যানের জন্য ১৭৯ টাকার প্ল্যান এখন দাম বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। এ ছাড়া ৪৫৫ টাকার প্ল্যান এখন ৫৯৯ টাকা এবং ১৭৯৯ টাকার প্ল্যান হয়ে গেছে ১৯৯৯ টাকা। একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে সংস্থাটি জানিয়েছে যে মোবাইল ট্যারিফটি আগামী ৩ জুলাই থেকে দেশজুড়ে বলবৎ হবে।

বিজ্ঞপ্তি জারি করে ভারতী এয়ারটেল জানিয়েছে যে মোবাইলের জন্য প্রতি মাসে অর্থাৎ এআরপিইউ প্রতি ব্যবহারকারী আয় বাড়িয়ে ৩০০ টাকা করতে বলা হয়েছে। এটি কোম্পানির আর্থিক মডেলকে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতী এয়ারটেলের রিচার্জ ব্যয়বহুল হওয়ার আগে রিলায়েন্স জিও গ্রাহকদের চমকে দিয়েছিল। বৃহস্পতিবারই সুদের হার ১৩ থেকে ২৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল জিও। বর্ধিত ট্যারিফ প্ল্যানের হার ৩ জুলাই থেকে কার্যকর হবে। এর অধীনে, Jio-এর সবচেয়ে জনপ্রিয় প্ল্যান ২৩৯ টাকা এখন ২৯৯ টাকা হবে। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এর ভ্যালিডিটি ২৮ দিন। একই সময়ে, সবচেয়ে সস্তা জিও প্রিপেইড প্ল্যান ছিল ১৫৫ টাকা, যা কিনা এখন ১৮৯ টাকায় মিলবে।