Rohit Sharma: রোহিতের সঙ্গে ভুলেও হাত মেলাবেন না, সতর্ক করে দিলেন প্রাক্তন তারকা

বাঘা বাঘা অধিনায়কদের পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা। টি২০ ফরম্যাটে টানা এগারো ম্যাচে জয়। এরই মাঝে মহম্মদ কাইফ বললেন, ভুলেও হাত মেলাবেন না রোহিতের সঙ্গে। …

short-samachar

বাঘা বাঘা অধিনায়কদের পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা। টি২০ ফরম্যাটে টানা এগারো ম্যাচে জয়। এরই মাঝে মহম্মদ কাইফ বললেন, ভুলেও হাত মেলাবেন না রোহিতের সঙ্গে। 

   

রবিবার সোশ্যাল মিডিয়ায় কাইফের পোস্ট, রোহিত এখন যে জিনিসে হাত দেয় সেটাই সোনা হয়ে যাচ্ছে। তাই হাত মেলানোর আগে খুব সাবধান। শ্রেয়সকে তিন নম্বরে পাঠানো, ক্রিকেটারদের রোটেশন, বোলিংয়ে বদল। প্রতিটা সিদ্ধান্ত মাস্টার ক্লাস। 

“Be careful to shake hands with Rohit Sharma these days. Anything he touches turns to gold. Shreyas at No.3, rotation of players, bowling changed. Every move, a master stroke. #Goldentouch @ImRo45”

কুড়ি-বিশের ফরম্যাটে লাগাতার এগারোটি ম্যাচ জিতেছে ভারত। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে ষোলোতম টি২০ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির থেকেও মুম্বইকরের পরিসংখ্যান এগিয়ে রয়েছে। সব মিলিয়ে ২৭টি টি২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ২৩টি ম্যাচে জয় পেয়েছেন।