Transfer Market: আইএসএল ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জল্পনা বাড়াল তারকা ফুটবলার

ভারতীয় ফুটবলে দল বদলের জল্পনার মাত্রা বেড়েছে। ট্রান্সফার উইন্ডো (Transfer Market) খোলার সময় যত এগিয়ে আসছে জল্পনার মাত্রা বাড়ছে ক্ৰমে। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের…

rohit kumar to join odisha fc from bengaluru fc

ভারতীয় ফুটবলে দল বদলের জল্পনার মাত্রা বেড়েছে। ট্রান্সফার উইন্ডো (Transfer Market) খোলার সময় যত এগিয়ে আসছে জল্পনার মাত্রা বাড়ছে ক্ৰমে। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ভারতের প্রতিশ্রুতিবান এক ফুটবলার।

   

জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রোহিত কুমার। আগামী দিনে যোগ দিতে পারেন ওডিশা এফসিতে। রোহিত কুমার (Rohit Kumar) নতুন মরসুমে ওডিশা এফসিতে যোগ দিতে পারেন, এই সম্ভাবনার কথা আগেও শোনা গিয়েছিল। সেই সম্ভাবনা আরো জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Jiteshwor Singh: কলকাতায় খেলে যাওয়া এই ফুটবলারকে নিয়ে কেন গরম হচ্ছে হাওয়া?

সাতাশ বছর বয়সী রোহিত ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন ইতিমধ্যে। তাঁর খেলা ভারতের জাতীয় দলের হেড কোচ ইগোর স্টিম্যাচের চোখে পড়েছিল। সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়ায়। ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। ভারতের হয়ে ইতিমধ্যে তিনটি ট্রফি জেতার স্বাদ পেয়েছেন তিনি। ২০২৩ সালে তিনি জিতেছেন সাফ চ্যাম্পিয়নশিপ, ট্রাই নেশন সিরিজ, ইন্টারকন্টিনেন্টাল কাপ।

২০১৬-১৭ মরসুমে আই লিগের দল ডিএসকে শিভাজিয়ান্সের হয়ে খেলে নজর কেড়েছিলেন রোহিত কুমার। তারপর থেকে খেলছেন ইন্ডিয়ান সুপার লিগ। পুনে সিটি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি হয়ে টানা খেলেছেন। নামের পাশে রয়েছে গোল. নতুন মরসুমে খেলতে পারেন ওডিশা এফসির হয়ে।

Indian Football: দর্শনীয় গোল করা ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে পারে ভারতীয় ক্লাব

এ বছর শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বেঙ্গালুরু এফসি। নতুন মরসুমে দল ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন ক্লাবের সমর্থকরা। ব্যাপকভাবে বদল করা হচ্ছে বিদেশি ব্রিগেড। সেই সঙ্গে বেঙ্গালুরু এফসি একাধিক ভারতীয় ফুটবলারকে সই করিয়ে নিতে পারে।