Italian Open 2022 : পিছিয়ে পড়েও ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে বোপান্নারা

ইতালিয়ান ওপেনে (Italian Open 2022) ভারতের গৌরব। সেমিফাইনালে পৌঁছলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। নেদারল্যান্ডসের ম্যাথেও মিদিলকপের সঙ্গে জুটি বেঁধে মেন’স ডাবলস সেমিফাইনালে উঠেছেন তিনি। সোমবার…

Italian Open 2022 : পিছিয়ে পড়েও ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে বোপান্নারা

ইতালিয়ান ওপেনে (Italian Open 2022) ভারতের গৌরব। সেমিফাইনালে পৌঁছলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। নেদারল্যান্ডসের ম্যাথেও মিদিলকপের সঙ্গে জুটি বেঁধে মেন’স ডাবলস সেমিফাইনালে উঠেছেন তিনি।

সোমবার কোর্ট সিমিওনে-ম্যাথিউয়ে ছিল কোয়ার্টার ফাইনাল। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েছিল রোহন বোপান্না – ম্যাথেও মিদিলকপ জুটি। সেখান থেকে কামব্যাক করে পর পর দুই সেটে রুদ্ধশ্বাস জয়।

উল্টো দিকে ছিলেন লয়েড গ্লাসপল এবং হ্যারি হ্যালিওভারা। রোহনদের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৪-৬, ৬-৭ (৩/১০)। 

Advertisements

২০১৫ সালের পর এই প্রথম ইতালিয়ান ওপেনের মেন’স ডাবলস সেমিফাইনালে উঠেছেন রোহন বোপান্না। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ থ্রিলার গল্পের তুলনায় কোনো অংশে কম ছিল না। সুপার টাই ব্রেকারে প্রথমে ০-৩ এ পিছিয়ে ছিলেন রোহন, ম্যাথেও। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নেন প্রয়োজনীয় দশ পয়েন্ট। ম্যাচ চলেছিল টানা ২ ঘণ্টা ৪ মিনিট। সেমিফাইনাল বৃহস্পতিবার, ২ জুন।