Robin Das : সৌরভের পর আরও এক বাঙালি ক্রিকেটার নজর কাড়লেন লর্ডসে

Robin Das

আরও এক বাঙালি ক্রিকেটার নজর কাড়লেন লর্ডসের মাঠে। তাও ভারত কিংবা বাংলাদেশের জার্সিতে নয়, ইংল্যান্ডের জার্সিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দ্বাদশ ব্যক্তি হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন রবিন দাস (Robin Das)।

রবিন দাসে শরীরে বাঙালির রক্ত বইছে। পৈতৃক বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তাঁর জন্ম হয়েছে ইংল্যান্ডের লেটনস্টোনে। এখন বয়স কুড়ি। 

   

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত ব্যক্তিকে ফিল্ডার হিসেবে ব্যবহার করছিল ইংল্যান্ড। প্রথমে হ্যারি ব্রুক ও ক্রেইগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন। ইনিংসের ৩৮ তম ওভারে বল করতে গিয়ে চোট পান ম্যাথু পটস হালকা । চোট গুরুতর না হলেও তাঁকে মাঠে রাখার ঝুঁকি নেয়নি দল। পরিবর্তে ওভার শেষ করার দায়িত্ব নেন অধিনায়ক বেন স্টোকস।

ম্যাথু পটস উঠে যেতে মাঠে নামেন রবিন দাস। এর আগে ইংল্যান্ডের এসেক্সের মূল দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যদিও ক্রিকেট প্রোফাইল চোখে পড়ার মতো নয়। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও রবিন আগে খেলেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন