Ritwik Das: কলকাতার দুই প্রধানকে উপেক্ষা করে আইএসএলের জন্য এই ক্লাবকেই বাছলেন ঋত্বিক

কাজে আসলো না কোনো পরিকল্পনা। শেষ পর্যন্ত কলকাতার দুই প্রধান কে বাদ দিয়ে জামশেদপুর এফসির সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়ে নিলেন আসানসোলের তারকা ফুটবলার ঋত্বিক দাস (Ritwik Das )। গত দুই বছর জামশেদপুর এফসির হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন এই তরুন ফুটবলার।

Ritwik Das East Bengal

কাজে এল না কোনো পরিকল্পনা। শেষ পর্যন্ত কলকাতার দুই প্রধানকে বাদ দিয়ে জামশেদপুর এফসির সঙ্গেই নিজের চুক্তি বাড়িয়ে নিলেন আসানসোলের তারকা ফুটবলার ঋত্বিক দাস (Ritwik Das )। গত দুই বছর জামশেদপুর এফসির হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন এই তরুন ফুটবলার।

যারফলে, এবারের ফুটবল মরশুম শেষ হওয়ার পর থেকেই তাকে দলে নিতে ঝাঁপিয়ে ছিল কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান সহ আরও ক্লাব। তবে লাল-হলুদ আসার সম্ভবনা ক্রমশ জোড়ালো হচ্ছিল এই ফুটবলারের। তবে এবার শোনা যাচ্ছে, নিজের পুরোনো ক্লাবেই নাকি থাকতে চাইছেন ঋত্বিক। তাই আগামী মরশুমে ফের জামশেদপুরের জার্সিতেই আইএসএল খেলতে পারেন তিনি।

সেক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে এতো কিছুর পরেও লাল-হলুদ শিবির তাকে নিতে চাইলে জামশেদপুর এফসি কে ট্রান্সফার ফি দিয়েই দলে নিতে হবে সেই তারকা ফুটবলার কে। এক্ষেত্রে আগামী চর বছরের জন্য তার সাথে চুক্তি হয়ে যাওয়ায় সেই ট্রান্সফার ফি অনেকটাই বেশি। অন্যদিকে চেন্নাইন এফসির তারকা ফুটবলার রহিম আলি কে দলে নেওয়ার ক্ষেত্রে ট্রান্সফার ফি দিতে চাইছে ইস্টবেঙ্গল। এক্ষেত্রে দুই পক্ষের সহমত থাকলেও এখনো কোনো কিছু জানানো হয়নি কোনো ক্লাবের তরফ থেকে।

তবে চেন্নাইন এফসি থেকে রহিম আলি কে আনার জন্য শুধুমাত্র ট্রান্সফার ফি নয়। এক্ষেত্রে তাদের দলের একজন ফুটবলার কে ও চাইছে চেন্নাইন। এক্ষেত্রে প্রথম নাওরেম মহেশ সিংয়ের কথা শোনা গেলেও পরবর্তীতে ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তার থাকার কথা। তাহলে, রহিম আলির দলে আসার ক্ষেত্রে অন্য কোন ফুটবলার কে ছাড়ে ইস্টবেঙ্গল ক্লাব সেটাই এখন দেখার।