Rishabh Panth: ধোনির বিকল্প খুঁজে পেল ভারত!

স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী হোম সিরিজে ভারত জয়পুরে নিউজিল্যান্ডকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ বাউন্ডারি মেরে…

Rishabh Panth

স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী হোম সিরিজে ভারত জয়পুরে নিউজিল্যান্ডকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ বাউন্ডারি মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়।

৩ বলে ৩ রান দরকার ছিল ভারতের জেতার জন্য, কিউইদের বিরুদ্ধে। ঋষভ পন্থ ১৩ রানে ক্রিজে ছিলেন। ড্যারিল মিচেলের হাতে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি বল তুলে দেয়।

india-won

Advertisements

<

p style=”text-align: justify;”>১৯.৪ ওভারে ঋষভ পন্থ ড্যারিল মিচেলকে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দেয়, দুরন্ত ফিনিশারের ভূমিকায় এদিন দেখা গিয়েছে পন্থকে। ইনস্ট্রাগ্রাম পোস্টে ‘ইন্ডিয়ানক্রিকেটটিম’ ঋষভ পন্থের নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ফিনিশার হয়ে ওঠাকে পোস্ট করেছে। ঋষভ পন্থ আগামী দিনে টিম ইন্ডিয়ার ফিনিশার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হতে চলেছে, জোর গুঞ্জন আজকের ম্যাচের পর।