ওভাল‌ টেস্ট থেকে ছিটকে গেলেন পন্থ, পরিবর্তে কে?

Rishabh Pant Ruled Out of Oval Test: N Jagadeesan Named Replacement for India vs England 5th Test in 2025
Rishabh Pant Ruled Out of Oval Test: N Jagadeesan Named Replacement for India vs England 5th Test in 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমানে দাঁতে দাঁত চেপে লড়াই করছে ভারতীয় ক্রিকেট টিম। গত রবিবারের শেষে ড্র করেই ম্যানচেস্টার ছেড়েছে শুভমন গিলরা। যারফলে পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত টিকে রয়েছে ভারত। হাতে মাত্র একটা দিন। তারপর আগামী ৩১ জুলাই ওভালে পরবর্তী টেস্ট তথা পঞ্চম টেস্ট খেলতে নামবে‌ গৌতম গম্ভীরের ছেলেরা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঋষভ পন্থকে (Rishabh Pant ) পাবে না ভারতীয় ক্রিকেট দল। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা। উল্লেখ্য, চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে ঋষভ কে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা গিয়েছিল গৌতম গম্ভীরকে।

তিনি বলেছিলেন, ” সে যেভাবে ব্যাট করেছে তা কোনও অংশেই প্রশংসার থেকে কম নয়। ক্রিকেট প্রেমীরা এই ইনিংসের জন্য তাঁকে নিশ্চয় মনে রাখবে। তাঁর খেলা নিয়ে আলোচনা করবে। তবে ওর চোট পাওয়াটা যথেষ্ট দুর্ভাগ্যজনক বিষয়।” যারফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে আসন্ন পঞ্চম টেস্ট ম্যাচে ঋষভ পন্থের পরিবর্তে কাকে দেখা যেতে পারে দলের মধ্যে? পরবর্তীতে চূড়ান্ত হয়ে যায় তাঁর বিকল্প ক্রিকেটারের নাম। ওভাল টেস্টে এবার ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে এন জগদীশনকে। এবার এমন ডু অর ডাই ম্যাচে জগদীশনের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশবাসী।

   

তবে চতুর্থ টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি কোচ গম্ভীর। তাঁর মতে প্রথমদিকে হতাশাজনক পারফরম্যান্স থাকার ফলে অনেকেই আশা করতে পারেনি যে আমাদের ছেলেরা ম্যাচ বাঁচিয়ে নেবে। কিন্তু সেটা সম্ভব হয়েছে। আমরা এখনও লড়াইয়ে রয়েছি। আমরা কাউকে বাদ দেইনি। শুধুমাত্র সেরা একাদশ বেছে নিয়েছি। শুধু একটু অভিজ্ঞতার অভাব রয়েছে। আশা করি পরবর্তী টেস্টে ছেলেরা ভালো পারফরম্যান্স দেবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন