ফের দুঃসংবাদ ভারতীয় শিবিরে! অনিশ্চিত পন্থের বদলি হিসেবে এই ক্রিকেটার!

ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার এভং সহঅধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant ) ছিটকে গেলেন চলতি ইংল্যান্ড সিরিজ থেকে। ম্যাঞ্চেস্টারে সিরিজের প্রথম দিনে ব্যাটিং করতে গিয়ে পায়ে গুরুতর…

Rishabh Pant Creates History as First Indian Wicketkeeper-Batter

ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার এভং সহঅধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant ) ছিটকে গেলেন চলতি ইংল্যান্ড সিরিজ থেকে। ম্যাঞ্চেস্টারে সিরিজের প্রথম দিনে ব্যাটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে স্ক্যান রিপোর্টে নিশ্চিত হয়, পন্থের ডান পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

চোট পাওয়ার পর প্রথম দিনেই মাঠ ছেড়ে যেতে হয় পন্থকে। ব্যাট করার সময় একটি শর্ট বল সামলাতে গিয়ে হঠাৎই তিনি পায়ের পাতায় আঘাত পান। প্রথমে হাঁটতে পর্যন্ত পারেননি। গলফ কার্টে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পাশে ছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। দলের প্রধান চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করার পর, দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

   

রাতেই স্ক্যান করা হয় ভারতের এই কিপার-ব্যাটারকে। দ্বিতীয় দিনে ২২ গজে বল গড়ানোর আগেই রিপোর্ট হাতে আসে টিম ম্যানেজমেন্টের। রিপোর্টে স্পষ্ট, পন্থের ডান পায়ের পাতার হাড়ে ফ্র্যাকচার হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, তাঁকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। অর্থাৎ চলতি ম্যাঞ্চেস্টার টেস্ট তো বটেই, সিরিজের শেষ টেস্ট ওভালেও খেলতে পারবেন না তিনি।

ফলত ভারতের জন্য বড় ধাক্কা। প্রথম টেস্ট থেকেই দলীয় পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঋষভের। তাঁর অনুপস্থিতিতে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন তরুণ ধ্রুব জুরেল, যিনি লর্ডস টেস্টেও কিপিং করেছিলেন পন্থের হাতে চোটের কারণে। তবে তখনও পন্থ ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল।

চিকিৎসকদের মতে, পায়ের পাতার হাড় ভাঙা মানে চলাফেরা থেকে শুরু করে শরীরের ভারসাম্য বজায় রাখা পর্যন্ত সবকিছুতেই সমস্যা তৈরি হতে পারে। অতএব এই অবস্থায় ব্যাটিং তো দূরের কথা, দাঁড়িয়েও থাকা কষ্টকর হতে পারে। যদিও দলের একজন সিনিয়র সদস্য হিসেবে পন্থের ইচ্ছা থাকতে পারে মাঠে নামার, তবে সেটা সম্ভব হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

Advertisements

ঋষভ পন্থ চোটের কারণে গত এক বছর ধরেই সময় কাটাচ্ছেন মাঠের বাইরে। ডিসেম্বর ২০২২-এ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ রিহ্যাবের মাধ্যমে তিনি আবার ক্রিকেটে ফিরেছেন। আইপিএল ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন পন্থ। জাতীয় দলে ফিরে আবার নিজেকে প্রমাণের চেষ্টা করছিলেন। ইংল্যান্ড সিরিজ ছিল সেই মঞ্চ। কিন্তু মাঝপথেই ছন্দপতন।

ভারতীয় শিবিরে এখন প্রশ্ন উঠছে, পন্থের অনুপস্থিতিতে কে সেই জায়গা পূরণ করবেন?
বিসিসিআই জানিয়ে দিয়েছে, পন্থের পুনর্বাসনের বিষয়টি জাতীয় ক্রিকেট একাডেমির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে হবে। আগামী ছয় সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরই পুনরায় ফিটনেস টেস্টের মাধ্যমে মাঠে ফেরার ছাড়পত্র মিলবে।

এরই মধ্যে সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এই ম্যাচই শুধু নয়, সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সূত্রের খবর, তাঁর চোটের যা পরিস্থিতি অন্তত দু-মাসের জন্য় মাঠের বাইরে থাকতে হতে পারে। ম্যাঞ্চেস্টার টেস্টে আপাতত দশজনে ভারত। ৩৭ রানে মাঠ ছেড়েছিলেন পন্থ। আর ব্যাটিংয়ে নামতে পারবেন না। পরিবর্ত হিসেবে ধ্রুব জুরেলকে শুধুমাত্র কিপিংয়ের জন্য খেলানো যেতে পারে। কনকাশন পরিবর্ত না হওয়ায় ব্যাটিংয়ে পাওয়া যাবে না ধ্রুব জুরেলকে।

বোর্ড কর্তা আরও জানিয়েছেন, পন্থ ছিটকে যাওয়ায় দ্বিতীয় কিপার হিসেবে দলে যোগ করা হচ্ছে ঈশান কিষাণকে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য। সম্প্রতি ইংল্যান্ডেই ভারত এ দলে প্রত্যাবর্তন হয়েছিল। পন্থের চোটে টেস্ট স্কোয়াডে নেওয়া হল। বোর্ডের তরফে সরকারি ঘোষণা যে কোনও সময়ই হতে পারে।