ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের আগে সুখবর ঋষভ পন্থের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট (India vs New Zealand Second Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ম্যাচের আগেই সুখবর এল ভারতীয় শিবিরে। আইসিসির…

Rishabh Pant overtake Virat Kohli in ICC Test Rankings

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট (India vs New Zealand Second Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ম্যাচের আগেই সুখবর এল ভারতীয় শিবিরে। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের (ICC Test Ranking) এক ধাপে ষষ্ঠ স্থানে উঠল এক ভারতীয় উইকেট রক্ষক এবং ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। পিছনে ফেললেন বিরাট কোহলিকে (Virat Kohli)। বোলারদেরতালিকার শীর্ষ স্থান দখল করলেন বুমরাহ। ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানেই রইলেন যশস্বী জয়সওয়াল।

ডানার আতঙ্ক, ট্রেনের পর এবার কতদিন বন্ধ থাকছে কলকাতায় বিমান পরিষেবা?

   

বেঙ্গালুরুতে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সারফরাজকে জুটি করে ২২ গজে দাপট দেখিয়েছিলেন ঋষভ পন্থ। এক রানের জন্য শতরান হাত ছাড়া হয়েছিল তাঁর। কার্যত বলাই চলে বাংলদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর এবং কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষে আইসিসির ব্যাটারদের তালিকায় নিজের জায়গা তৈরী করলেন এই ভারতীয় ব্যাটার। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৪৫। সেখানেই পিছনে ফেললেন ভারতের তারকা ব্যাট্সম্যান বিরাট কোহলিকে। বিরাটের রেটিং পয়েন্ট ৭২০।

ICC Test Ranking

India Football Team : লক্ষ্য এশিয়ান কাপ ২০২৫, ব্রুনইকে দুরমুশ ভারতের

ঋষভ পন্থ ছাড়াও আইসিসির বোলিংয়ের তালিকায় শীর্ষ স্থান দখল করলেন জসপ্রীত বুমরাহ। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৭১। বুমরাহের পাশাপাশি এই তালিকার দ্বিতীয় স্থানে রইলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন।সপ্তম স্থানে রবীন্দ্র জাদেজা। আগামীকাল থেকে শুরু হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে এই সুখবর আরও উজ্জ্বীবিত করবে ভারতীয় দলকে।