HomeSports Newsএশিয়া কাপের আগে মাথায় হাত ভক্তদের! ইনস্টাগ্রাম পোস্টে চিন্তা বাড়ালেন পন্থ

এশিয়া কাপের আগে মাথায় হাত ভক্তদের! ইনস্টাগ্রাম পোস্টে চিন্তা বাড়ালেন পন্থ

- Advertisement -

এশিয়া কাপের আগে (Asia Cup 2025) ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) ফের চোটের ধাক্কায় ছিটকে গিয়েছেন দলের (Indian Cricket Team) বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে থাকলেও, একটা চোট একেবারে বদলে দিল ছবিটা। চতুর্থ টেস্টে ক্রিস ওকসের একটি বাউন্সারে পায়ে গুরুতর চোট পান পন্থ। এরপরেই তাঁকে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়।

রবসন অনুশীলন শুরুর দিনেই ধাক্কা খেল বাগান ব্রিগেড!

   

প্রথমে মনে করা হয়েছিল, চোট বড় কিছু নয়। চিকিৎসকদের ধারণা ছিল, মাত্র ছয় সপ্তাহের বিশ্রামেই তিনি আবার মাঠে ফিরতে পারবেন। সেই আশা নিয়েই তাঁকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বিরতি দেওয়া হয়। লক্ষ‌্য স্থির হয় ওয়েস্ট ইন্ডিজ সফর। কিন্তু সেই প্রত্যাবর্তনও এখন অনিশ্চয়তার মুখে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দেন পন্থ। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর বাঁ পায়ে এখনও ব্যান্ডেজ বাঁধা। ক্যাপশনে তিনি লেখেন, “এ ভাবে আর কত দিন?” কয়েকটি শব্দেই যেন ফুটে উঠেছে এক ক্রিকেটারের মানসিক যন্ত্রণার ছবি।

সবুজ-মেরুনে সাম্বার সুর, প্রথম দিন রবসনের মুখে কলকাতা বিরিয়ানি থেকে ‘ভালো আসেন?’

সেই ছবিতে তাঁর মুখে ক্লান্তি, চোখে হতাশা, আর ক্যাপশন যেন আরও বাড়িয়ে দিল উদ্বেগ। পন্থের পোস্ট দেখে মনে হচ্ছে, তাঁর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় এখনও বেশ সময় লাগবে। ব্যান্ডেজ কাটার পরও তাঁকে যেতে হবে দীর্ঘ রিহ্যাবের মধ্য দিয়ে। সব মিলিয়ে পন্থের মাঠে ফেরার দিন যে আরও পিছিয়ে গেল, তা প্রায় নিশ্চিত।

ঋষভ পন্থের জীবন ইতিমধ্যেই বহুবার বিপর্যস্ত হয়েছে চোটের কারণে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরও তিনি ফিরে এসেছিলেন বল হাতে, ব্যাট হাতে। বারবার তিনি প্রমাণ করেছেন, প্রতিকূলতাকে জয়ের ক্ষমতা রয়েছে তাঁর। তাই এবারও তাঁর ফেরা শুধুই সময়ের অপেক্ষা, এমনটাই আশা করছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

Rishabh Pant injury update pain instagram Post ankle bandage ahead of Asia Cup 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular