Rishabh Pant Recovering: সুস্থতার দিকে এক ধাপ এগোলেন “স্পাইডি” পন্থ

নেটে ব্যাটিং করা শুরু করেছিলেন অনেকদিনই। এবার ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বলের সম্মুখীন হচ্ছেন ঋষভ পন্থ। এমনটাই জানানো হয়েচে রেভস্পোর্টস সংবাদমাধ্যমের পক্ষ থেকে। গত বছর ৩০ ডিসেম্বর দিল্লি থেকে দেরাদুন যাওয়ার পথে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন পন্থ। শরীরের বেশ কিছু জায়গা পুড়ে যায়, পাশাপাশি চোটও পান অনেক জায়গায়। হাঁটতেও পারছিলেন না কিছুদিন।

Advertisements

তবে তাঁর সুস্থ হওয়ার প্রটিটি পদক্ষেপ ইনস্টাগ্রামের মাধ্যমে জানাচ্ছিলেন ভক্তদের। ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন তিনি। ষেখানেই তাঁর সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। এনসিএ মেডিকেল দল অবশ্য আগেই একথা বলেছিলেন যে তুলনামূলক ভাবে, ঋষভ পন্থ অনেকটা তাড়াতাড়িই সুস্থ হচ্ছেন। জিমে যাওয়া আরম্ভ করেছিলেন প্রায় অনেকদিনই। নেটে ব্যাটিংও করছেন, এখন বোলিংয়ের গতিও বাড়ালেন।

Advertisements

তবে এমন কথাও মেডিকেল দল নিশ্চিত করে যে ভারতের হয়ে আসন্ন ২০২৩ বিশ্বকাপ খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর সুস্থ হওয়ার গতি দেখে তাঁরা আন্দাজ করে যা জানিয়েছিলেন যে বিশ্বকাপের পর ভারতের ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ফিরে আসলেও আসতে পারেন পন্থ। এদিকে চোট সারিয়ে এশিয়া কাপে প্রত্যাবর্তন করতে পারেন কে এল রাহুল। তবে বিশ্বকাপেও সে আশা দেখা যাচ্ছে ভারতের মিডল অর্ডারের রেক ভরসা যোগ্য নাভ শ্রেয়শ আইয়ারের ক্ষেত্রে।