Rinku Singh: ‘লক্ষ্মণ স্যার’-এর জন্যই রিঙ্কু আজ রিঙ্কু হয়েছেন

জাতীয় দলের হয়ে ব্যাট করতে নেমে ফের আইপিএলের কথা মনে করালেন রিঙ্কু সিং (Rinku Singh)। মাত্র ৯ বলে করলেন অপরাজিত ৩১ রান। এশিয়ান গেমস, আয়ারল্যান্ডের…

Rinku Singh, VVS Laxman,

জাতীয় দলের হয়ে ব্যাট করতে নেমে ফের আইপিএলের কথা মনে করালেন রিঙ্কু সিং (Rinku Singh)। মাত্র ৯ বলে করলেন অপরাজিত ৩১ রান। এশিয়ান গেমস, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টপ গিয়ারে রিঙ্কু। কীভাবে সমানে এরকম ব্যাটিং করতে পারছেন তিনি? এই প্রশ্নের উত্তর দিলেন রিঙ্কু সিং।

খেটে খাওয়া পরিবারের সন্তান রিঙ্কু সিং। লাইম লাইটের তলায় চলে আসার পরেও এখনও সেই আগের মতই রয়েছেন তিনি। ধারাবাহিকভাবে বিস্ফোরক ফর্মে থাকা রিঙ্কু মাইকের সামনে ততটাই শান্ত। বিধ্বংসী ফর্মের নেপথ্য কারিগর আসলে ভিভিএস লক্ষ্মণ, ম্যাচের পর জানালেন সিং।

রিঙ্কু সিংয়ের কথায়, “এই পজিশনে ব্যাট করতে আমি অভ্যস্ত, ফলে মাথা ঠান্ডা রাখতে পারি। বল কোথায় পড়ছে সেটা লক্ষ্য করে খেলার চেষ্টা করি। বড়জোর ৫-৬ ওভার কিংবা ২ ওভার ব্যাট করার সুযোগ পাবো এটা জেনেই নিজেকে তৈরি রাখি। এভাবেই অনুশীলন করি। ভিভিএস স্যার এভাবেই আমাকে অনুশীলন করতে বলেছেন।”

Advertisements

রবিবার গ্রিনফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট রান তোলে ভারত। ব্যাটিং লাইন আপের সংবদ্ধ খেলায় স্কোরবোর্ডে ২৩৪/৪ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৯১ রানে। এদিনও ম্যাচের লাইম লাইট রিঙ্কু সিংয়ের ওপর। মিডল অর্ডারে নেমে সেই চেনা ফর্মে রিঙ্কু। অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে করলেন ছেলেখেলা। মাত্র ৯ বল খেলে করলেন পরাজিত ৩১ রান। মারলেন চারটে চার, দুটো ছয়। স্ট্রাইক রেট ৩৪৪.৪৪।