মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারেন শাস্তিপ্রাপ্ত দুই ফুটবলার

Bashundhara Kings

এক সাথে একাধিক ফুটবলারকে শাস্তি দেওয়া হয়েছে। কেউ কেউ মাঠ থেকে নির্বাসিত। মালদ্বীপ থেকে বোতল বোতল মদ নিয়ে এসে বিপাকে পড়েছেন একাধিক ফুটবলার। তবে অভিযুক্তের তালিকায় থাকা দুজন খেলতে পারেন মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) বিরুদ্ধে।

শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের রিমন হোসেন ও শেষ মোরসালিন। তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। কিন্তু মাঠ থেকে নির্বাসিত করা হয়নি। নতুন করে শাস্তি না বাড়ানো হলে AFC কাপের ম্যাচের মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে তাদের কোনো বাধা আপাতত নেই।

   

মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে AFC কাপের ম্যাচ খেলতে মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। সেখানে গিয়ে দলের কয়েকজন ফুটবলার শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন বলে আগে শোনা গিয়েছিল। সম্প্রতি ওপার বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের অনুযায়ী, বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে প্রচুর মদের বোতল। ৬৪ বোতল মদ পাঁচজন ফুটবলারের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে বলে খবর। এই পাঁচজনকে আপাতত শাস্তির আওতায় রেখেছে ক্লাব।

অভিযুক্ত পাঁচ ফুটবলার- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। এক মরসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজকে। আনিসুর রহমান জিকোর ওপর শাস্তির মেয়াদ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত। তপু বর্মণ নিষিদ্ধ হয়েছেন ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত, সেই সঙ্গে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। মোরসালিনকে ও দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা, রিমন হোসেনের জন্য ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন