Ricky Lallawmawma: আরও দুই বছরের জন্য জামশেদপুর এফসিতে থাকছেন এই ফুটবলার

জামশেদপুর এফসি’র লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক‍রেছিলেন মিজোরামের ডিফেন্ডার রিকি (Ricky Lallawmawma)৷ তাকে আরও বছর দুয়েকের জন্যে রেখে দিলো ‘মেন অফ স্টিল’।…

Ricky Lallawmawma

short-samachar

জামশেদপুর এফসি’র লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক‍রেছিলেন মিজোরামের ডিফেন্ডার রিকি (Ricky Lallawmawma)৷ তাকে আরও বছর দুয়েকের জন্যে রেখে দিলো ‘মেন অফ স্টিল’। ২০২৪ সালের মে মাস অবধি ক্লাবেই থাকবেন তিনি।

   

মাঠের বাম প্রান্ত থেকে ঝড়ের গতিতে দৌড় হোক কিংবা দুরন্ত ডিফেন্স, সবেতেই নজর কেড়েছিলেন রিকি।গত দুই মরশুম জুড়ে তার নামের পাশে আছে ১৫ টা ক্লিনশিট্।

ক্লাবের সাথে ফের চুক্তি হওয়ার পর রিকি বলেছেন, ” এখনও অবধি জামশেদপুরে স্বপ্নের মরশুম কেটেছে সময়টা।এবং রেড মাইনারসের হয়ে আগামী মরশুম গুলো তে এরকমটাই খেলতে চাই।গত দুই মরশুম আমার নানান সাফলতা অর্জন করেছি।

তবে এবার শুধুমাত্র চ‍্যাম্পিয়ান্স অফ ইন্ডিয়া টাইটেল ডিফেন্ড করাই নয়।এবার ট্রফি’টাও জিততে চাই,কারণ এবার জেআরডি স্পোর্টস কমপ্লেক্সে ফ‍্যানে ভরা মাঠে খেলবো আমরা।”

আইজলে খেলা শুরু করেন এই ফুটবলার।নির্বাচিত হয়েছিলেন সংশ্লিষ্ট ক্লাবের অধিনায়ক।খেলেছেন মোহনবাগান এবং এটিকে দুই ক্লাবে।২০২০ সালে যোগদান করেন তিনি জামশেদপুরে।