দ্য হান্ড্রেডের ২০২৪ সংস্করণের খসড়া তালিকায় সতেরোজন ভারতীয় নাম নথিভুক্ত করা হয়েছিল। তবে চূড়ান্ত দল গঠন প্রক্রিয়ায় খসড়ায় থাকা মাত্র দু’জন ভারতীয় ক্রিকেটার দলে নিজেদের জায়গা চূড়ান্ত করতে পেরেছেন।
খসড়ায় নির্বাচিত দুই ভারতীয় স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ। স্মৃতি সাউদার্ন ব্রেভে ফিরে এলেও রিচা আগামী মরসুমে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন।
🚨 JUST IN: 🚨
Richa Ghosh will play for Birmingham Phoenix in the Hundred this summer on a £40,000 contract. #CricketTwitter #TheHundredDraft pic.twitter.com/ATn9ovtetg
— Female Cricket (@imfemalecricket) March 20, 2024
ভারতীয় জাতীয় দলের নিয়মিত এই দুই ক্রিকেটারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অংশ ছিলেন। আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ জিতেছে সম্প্রতি। স্মৃতি বহুকাল আগেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। উইমেন্স প্রিমিয়ার লিগে রান পেয়েছেন ধারাবাহিকভাবে। স্মৃতি-রিচা জুটি আরসিবির বিপজ্জনক দুই ব্যাটসম্যান হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। শিখা পাণ্ডে, জেমাইমা রডরিগেজ এবং শ্রেয়াঙ্কা পাতিলের মতো ক্রিকেটাররা নজর কাড়লেও স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ বাকিদের পিছনে ফেলে দিয়েছেন অবলীলায়।
মেগ ল্যানিং, বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, লরেন চিটল, জেস জোনাসেন, সোফি মলিনেক্সের মতো তারকারাও মহিলা ক্রিকেটের উজ্জ্বল মুখ। নামকরা তারকাদের সঙ্গে দ্য হান্ড্রেডের ২০২৪ সংস্করণে ভারতের দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি কম বড় কথা নয়।