RFDL: অভিনব রেকর্ড লাল-হলুদের, টানা দুইবার ইস্টজোন চ্যাম্পিয়ন বিনো জর্জের ছেলেরা

RFDL Update: বিগত কয়েক মরশুম ধরে খুব একটা আহামরি পারফরম্যান্স ছিল না ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। এবছর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল এখনো সেভাবে নিজেদের…

Bino George's Sons Shine

RFDL Update: বিগত কয়েক মরশুম ধরে খুব একটা আহামরি পারফরম্যান্স ছিল না ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। এবছর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল এখনো সেভাবে নিজেদের দাপট দেখাতে পারেনি সিনিয়ার দল। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে সেই তুলনায় গত মরশুম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে বিনো জর্জের ছেলেরা।

কলকাতা লিগে সেভাবে সক্রিয়তা না দেখা গেলেও রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে শুরু থেকেই নিজেদের দাপট ধরে রেখেছে কলকাতা ময়দানের এই প্রধান। গতবার ছোটদের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবকে সব ক্ষেত্রেই টেক্কা দিয়েছে মশাল ব্রিগেড।

তবে এই সিজনের শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল তাদের। তবে পরবর্তীতে ওডিশার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ছন্দে ফেরা। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। তাদের বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয় বাস্তব রায়ের মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল আমনদের কাছে।

তবে পরবর্তী ম্যাচ থেকেই ফের ঘুরে দাঁড়ায় দল। ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয় সায়নরা। তারপর দ্বিতীয় রাউন্ড। যেখানে সেই মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে কার্যত বদলা নেয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেই ছন্দ বজায় রেখেই এবার আজ অ্যাডামাস ইউনাইটেডকে পরাজিত করে দল।

সেই সুবাদে গতবারের মতো এবারও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলতে গেলে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল ময়দানের এই প্রধান। সেইসাথে এই গ্রুপের প্রথম দল হিসেবে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে নিল শ্যামলরা।