RFDL: চলতি আইএসএলে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রথম লেগের শেষে কিছুটা ছন্দ হারলেও পরবর্তীতে স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে ফের পুরোনো ছন্দে ফিরে আসে মেরিনার্সরা। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ থেকে যে জয় যাত্রা শুরু হয়েছে তা এখনো চলছে সবুজ-মেরুনের। শেষ ম্যাচে তারা পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে। তবে বড়দের তুলনায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছে ছোটরা। এবারের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের শুরুটা যথেষ্ট জোরদার হলেও বর্তমানে অনেকটাই পিছিয়ে গিয়েছে ময়দানের এই প্রধান।
গত ম্যাচে তারা পরাজিত হয়েছিল এই টুর্নামেন্টের অন্যতম তরুণ ক্লাব অ্যাডামাস ইউনাইটেডের কাছে। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলে। তবে পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল বাস্তব রায়ের ছেলেদের। কিন্তু তার সম্ভব হল না। আজ তারা পরাজিত হলো আইএসএলের ফুটবল দল জামশেদপুর এফসির কাছে। নির্ধারিত সময় শেষে ম্যাচের ফলাফল থাকে ৩-০ গোল। জামশেদপুর দলের দুটি গোল করেন যথাক্রমে লালরিয়াথপুইয়া এবং একটি মাত্র গোল করেন বিভান লষ্কর। এই জয়ের ফলে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে এই ফুটবল ক্লাব।
অন্যদিকে, এই পরাজয়ের ফলে কিছুটা হলেও চাপ থাকবে মেরিনার্সদের। বর্তমানে যা পরিস্থিতি তাতে ডেভেলপমেন্ট লিগের ইস্টজোনের কোয়ালিফায়ারে টিকে থাকতে হলে বেশ কয়েকটি জয় পেতে হবে সবুজ-মেরুনকে।