RFDL: বাগান গোলরক্ষকের দক্ষতায় জয় অধরা থাকল মহামেডানের

Mohun Bagan, Mohammedan SC

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে (RFDL) শেষ পর্যন্ত আজ অমীমাংসিত ফলাফলে শেষ হল মহামেডান স্পোর্টিং এবং মোহনবাগান সুপারজায়ান্টসের ডার্বি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ময়দানের এই দুই প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে ফলাফল থাকে ২-২ গোল।

আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে গোল পান বানিয়া সামাদ এবং প্রমানন্দ মিতেই। অন্যদিকে বাগান দলের জার্সিতে গোল পান‌ থোংসিন। প্রথমদিকে মোহনবাগান দল যথেষ্ট ভালো শুরু করলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে নিজেদের ছন্দে ফিরতে শুরু করে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। কিন্তু তার পরেও জয় পাওয়া সম্ভব হলনা মহামেডানের।

   

উল্লেখ্য, এবারের এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্রথম ম্যাচে কালীঘাট মিলন সংঘকে পরাজিত করে অভিযান শুরু করেছিল সবুজ-মেরুনের ছোটরা। অন্যদিকে, কলকাতা ময়দানের আরেক শক্তিশালী ক্লাব ইউনাইটেড স্পোর্টসের কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তাই আজকের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল তাদের।

অপরদিকে আর শুরু থেকেই হট ফেভারিট ছিল মোহনবাগান। সেইমতো প্রথম দিকেই এক গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল পালতোলা নৌকা ব্রিগেড। যদিও তা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। প্রথমার্ধের শেষে বজায় ছিল ১-১ ফলাফল।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে মহামেডান দলকে এগিয়ে দেন প্রমানন্দ। তারপর সময় যত এগিয়ে গেছে ততই বাগান রক্ষণে ফাঁটল ধরিয়ে আক্রমণের গতি বাড়িয়েছে মহামেডান দলের ফুটবলাররা। কিন্তু বাগান গোলরক্ষক জাহিদের সক্রিয়তা কোনো রকমে বাঁচিয়ে দিল সবুজ-মেরুন শিবিরকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন