RFDL: জামশেদপুর-ওড়িশা এফসিকে পিছনে ফেলল কালীঘাট

RFDL Kalighat MS vs United SC match

তৃণমূল স্তরে (RFDL) ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ইউনাইটেড স্পোর্টস। কলকাতার বড় দলগুলোর তুলনায় এ ব্যাপারে সুনাম রয়েছে তাদের। কিন্তু এখন অংশে কম যাচ্ছে না কালীঘাট মিলন সংঘ। জামশেদপুর এফসিকে পরাজিত করার পর ইউনাইটেড স্পোর্টসকেও (Kalighat MS vs United SC ) পরাজিত করেছে তারা।

Advertisements

রবিবার আরএফডিএল-এর ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল কালীঘাট এমএস। কালীঘাটের পক্ষে ম্যাচের ফলাফল ২-১। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাজেশ রাজভর। রাজেশ কালীঘাটের ফুটবলার।

ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে পরপর দুই ম্যাচে হেরেছিল কালীঘাট এমএস। ময়দানের অন্যতম দুই প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজিত হয়েছিল হয়েছিল দল। টুর্নামেন্টে ভালো ফলাফল করার জন্য এই ম্যাচে জয় পাওয়া ছিল জরুরি। ইউনাইটেডের বিরুদ্ধে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করেছিল কালীঘাট। উইং দিয়ে অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করেছে দলের ছেলেরা। অন্য দিকে সাময়িকভাবে ছন্দ হারিয়েছে ইউনাইটেড স্পোর্টস।

 

Advertisements

এই ম্যাচের জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে কালীঘাট এম এস-এর। ইন্ডিয়ান সুপার লিগের দুই ক্লাব জামশেদপুর এফসি ও ওড়িশা এফসির যুব দলকে পিছনে ফেলে ৬ নম্বরে উঠে এসেছে কালীঘাটের ইয়ুথ টিম। আপাতত আরএফডিএল-এর পূর্ব বিভাগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অ্যাডামাস ইউনাইটেড। তাদের প্রাপ্ত পয়েন্ট ১১। কালীঘাটের নামের পাশে এখন ৭ পয়েন্ট।