ফের ED-র সমন এড়ালেন মুখ্যমন্ত্রী, এবার কী হবে?

ফের একবার শিরোনামে উঠে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের…

ফের একবার শিরোনামে উঠে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজির হবেন না বলে জানিয়ে দেওয়া হল।

আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ‘ইডির তলবে যাবেন না অরবিন্দ কেজরিওয়াল। তিনি যখন আদালত থেকে জামিনে রয়েছেন, তখন কেন বারবার সমন পাঠাচ্ছে ইডি? ইডির সমন বেআইনি। কেন ইডির পিছনে লুকিয়ে ভোটে লড়তে চাইছে বিজেপি?’ জল বোর্ড মামলায় কেজরিওয়ালকে ১৮ মার্চ ইডি অফিসে হাজির হয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য সমন জারি করা হয়েছিল। একই সঙ্গে আবগারি নীতি মামলায় কেজরিওয়ালকে নবম সমন জারি করেছে ইডি।

   

এটি অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে দায়ের করা দ্বিতীয় মামলা যেখানে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে তলব করা হয়েছিল। ইডি দিল্লি জল বোর্ডে কথিত অনিয়মের সাথে যুক্ত একটি আর্থিক পাচারের মামলার তদন্ত করছে। সিবিআই এই মামলায় একটি মামলা দায়ের করেছে এবং ইডি দু’জনকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, সম্প্রতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভব কুমার, আম আদমি পার্টির কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার সাংসদ এনডি গুপ্তা-সহ অন্যান্যদের হানায় তল্লাশি চালায় সিবিআই।