East Bengal: ছাংতের ভাই ইস্টবেঙ্গলে?

Remtluanga Chhangte played in east bengal practice

আরও চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)? ইঙ্গিত তেমনই। শনিবার কালীঘাট এমএস-এর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। সেখানে উপস্থিত ছিলেন লালিয়ানজুয়ালা ছাংতের ভাই Remluyanga Chhangte। লাল হলুদ জার্সি পরে এদিন মাঠে নেমেছিলেন।

East Bengal: নন্দর জোড়া গোল, মাঠে নামলেন সাউল

   

লালিয়ানজুয়ালা ছাংতের ভাই Remluyanga Chhangte এখনও ইস্টবেঙ্গলে নিশ্চিত হয়নি। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশের লাইন-আপ প্রকাশ করা হয়েছে। সেখানে লালিয়ানজুয়ালা ছাংতের ভাইয়ের নাম রয়েছে। এটাও লেখা রয়েছে যে তিনি রয়েছেন ট্রায়ালে। অর্থাৎ Remluyanga Chhangte ইস্টবেঙ্গলে নিশ্চিত, এটা এখনও বলা যাবে। নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এই Remluyanga Chhangte?

Ben Stokes: বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্টোকস

Remluyanga Chhangte লালিয়ানজুয়ালা ছাংতের ভাই। লালিয়ানজুয়ালাকে নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। দেশের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তাঁর নাম গণ্য করা হয়। মিজোরামের Remluyanga মাঝমাঠের ফুটবলার। ২৩ বছর বয়সী ছাংতে ছিলেন ওডিশা এফসির যুব দলে। সেখান থেকে এখন রয়েছেন ইস্টবেঙ্গলের ট্রায়ালে। ওডিশা এফসির অনূর্ধ্ব ১৮ দলেও ছিলেন। সেখান থেকে উঠে এসেছিলেন রিজার্ভ দলে। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে কোচের নজর কাড়তে পারলে চূড়ান্ত হতে পারেন লাল হলুদ ব্রিগেডে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন